December 23, 2024, 11:28 pm

সংবাদ শিরোনাম
ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম

দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

অনলাইন ডেস্কঃ

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় জন্ম নিয়ে অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই নবজাতকের অভিভাবকের হাতে ১৫ দিনের মধ্যে ৫ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সড়ক পরিবহন আইন অনুসারে গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আদালত জানিয়েছে, সেই নবজাতকের চিকিৎসা চালিয়ে যেতে হবে।

একইসঙ্গে তার দেখাশোনা এবং তদারকির জন্য একটি কমিটি গঠন করতে সমাজকল্যাণ সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নবজাতকের কল্যাণে নেয়া পদক্ষেপ জানিয়ে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া শিশুটির আইনগত অভিভাবককে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে ট্রাস্টি বোর্ডকে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে রুলও দেয়া হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক সচিব, সমাজকল্যাণ সচিব, সড়ক পরিবহন সচিব, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, সড়ক পরিবহন আইনের ৫৪ ধারায় গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ট্রাক মালিককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এদিকে ট্রাকচাপা দেয়া রাজু আহমেদ নামের সেই চালককে সোমবার সাভার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সংস্থাটি বলছে, চালকের ভারী যান চালানোর লাইসেন্স ছিল না। এছাড়া ট্রাকটির ছিল না ফিটনেস, আর চলছিল অনুমোদনের দ্বিগুণ ওজন নিয়ে। এছাড়া টানা কয়েকদিন ট্রাক চালিয়ে শারীরিকভাবে অসুস্থ ছিলেন রাজু।

উল্লেখ্য, গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় এক দম্পতি ও তাদের ছয় বছরের মেয়ে নিহত হয়। মৃত্যুর আগমুহূর্তে অন্তঃসত্ত্বা মা সড়কেই ওই মেয়ে নবজাতকের জন্ম দেন।

এ অবস্থায় সোমবার ওই নবজাতকের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও কল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আইনজীবী কানিজ ফাতিমা তুনাজ্জিনা রিটটি করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর