অনলাইন ডেস্কঃ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৮৫ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনে। আর মারা গেছেন ১২ জন। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৪২টি।
সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। রোববার এ সংখ্যা ছিল ১৫ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন। দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৯ হাজার ১৭৪ জনের।
প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।