October 9, 2024, 7:21 pm

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

আইয়ুব বাচ্চুর রিয়েলিটি শো

আইয়ুব বাচ্চুর রিয়েলিটি শো

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

দেশের প্রথম ব্যান্ড ও পপ মিউজিশিয়ানদের জন্য ট্যালেন্ট হান্ট করেছিলেন কিংবদন্ত্মি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। ‘ডিরকস্টার’ নামের সেই ট্যালেন্ট হান্ট থেকে অনেকগুলো নতুন গায়ক পেয়েছিল দেশের সংগীতাঙ্গন। এরপর তিনি ‘গেট সেট রক’ নামের আরেকটি ট্যালেন্ট হান্ট, জনপ্রিয় ও পরিচিত অনেক গায়ক-গায়িকাদের নিয়ে ‘আর মিউজিক’ ও ‘সা টু সা’ নামে করেছিলেন একটি ইন্সট্রুমেন্টাল শো। সেই ধারাবাহিকতা নিয়ে এবার আইয়ুব বাচ্চু শুরম্ন করলেন ‘ ‘আর জেনারেশন’।  এরই মধ্যে ৩০ জানুয়ারি থেকে প্রথম সিজনের শুটিং শুরম্ন হয়েছে। এখানে ২৬টি ব্যান্ড দল অংশ নিচ্ছে। এই শো সম্পর্কে আইয়ুব বাচ্চু বললেন, ‘আপকামিং ২৬টি ব্যান্ড নিয়ে শুরম্ন করলাম ‘আর জেনারেশন’ নামের এই অনুষ্ঠানটির প্রথম সিজন। আমার উপস্থাপনায় ব্যান্ডগুলো তাদের অরিজিনাল তিনটি করে গান লাইভ পারফর্ম করবে স্টেজে। আমরা যারা পরিচিত সিনিয়র ব্যান্ড, তারাতো প্রায় নিয়মিতই কনসার্ট করছি। কিন্তু নতুন এই ব্যান্ডগুলো হয়তো আমাদের মতো সমান সুযোগ পাচ্ছে না। কিন্তু প্রতিটি ব্যান্ডই অসাধারণ। তাদেরও অনেক কিছু করে দেখানোর সামর্থ্য রয়েছে। সুযোগটা করে দেয়া আমাদের দায়িত্ব।’

শুধু নতুন ব্যান্ড কেন? এই প্রশ্নের উত্তরে দেশের এই ব্যান্ড কিংবদন্ত্মি বলেন, ‘আমি সব সময়ই বলি নতুনরাই আমাদের আগামী। আজকের নতুন এই ব্যান্ডগুলোই আমাদের আগামীর ব্যান্ড মিউজিকের ভবিষ্যৎ। আমি আরটিভি, এই শো এর স্পন্সার লাভেলো এবং সংশিস্নষ্ট বাকিদের বলেছি, বুঝিয়েছি কেন নতুন ব্যান্ডদের নিয়ে কাজটি করা উচিত। ওই যে বললাম প্রতিষ্ঠিত ব্যান্ডগুলো তো একটা জায়গায় আছেই। নতুনদের তুলে আনতে হবে। আগামীতেও আমার এই চেষ্টা অব্যাহত থাকবে।’

এরই মধ্যে দুই দিনে ১০টি ব্যান্ড শুটিংয়ে অংশ নিয়েছে। এই সপ্তাহেই বাকি ১৬টি ব্যান্ডের শুটিং শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন উপমহাদেশের সেরা এই গিটারিস্ট। এরপর ফেব্রম্নয়ারির মাঝামাঝি থেকে ‘আর জেনারেশন’-এর প্রচার শুরম্ন হবে রাত ১০টা থেকে প্রতি শুক্রবার। একেকটি ব্যান্ড নিয়ে হবে একেকটি ব্র্যান্ড নিউ এপিসোড। সেখানে দর্শকরা দেখবেন নতুন এক মিউজিক জেনারেশনের নতুন নতুন সব কথা, সুর আর গান।

Share Button

     এ জাতীয় আরো খবর