January 23, 2025, 1:01 pm

সংবাদ শিরোনাম
মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোরচক্রের ৫সদস্য গ্রেফতার ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু গৌরনদীতে সাবেক পৌর মেয়রসহ আ’লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন বেনাপোল -যশোর মহা সড়কের গদখালী ফুল রাজ্যে হাইওয়ে পুলিশের ডিআইজি জাকারিয়ার মতবিনিময় সভা মেধার জোরেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন কৃষকের মেয়ে শিমা শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ১১ বোতল ভারতীয় মদ জব্দ গৌরনদীতে সাবেক পৌর মেয়রসহ আ’লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা মধুপুরে চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোরচক্রের ৫সদস্য গ্রেফতার

রংপুরে “মুজিববর্ষ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সন্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
চরাঞ্চলে স্থানান্তরযোগ্য গৃহ নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণের সমন্বয়ে প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ই ফ্রব্রুয়ারী শনিবার মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চরাঞ্চলে স্থানান্তরযোগ্য গৃহ নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণের সমন্বয়ে প্রশিক্ষণ কর্মশালা সকাল ১০.০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার উদ্বোধন এবং সভাপতিত্ব করেন জনাব মো: আবদুল ওয়াহাব ভূঞা, বিভাগীয় কমিশনার, রংপুর। কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে জনাব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), প্রধানমন্ত্রীর কার্যালয়, আশ্রয়ণ-২ প্রকল্প, জনাব মো: ইব্রাহিম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এবং জনাব মোহাম্মদ মাহমুদুল হক, উপপ্রকল্প পরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়, আশ্রয়ণ-২ প্রকল্প উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহণার্থী হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর, জনাব মোহাম্মদ রেজাউল করিম, জেলা প্রশাসক, কুড়িগ্রাম এবং জনাব মো: অলিউর রহমান, জেলা প্রশাসক, গাইবান্ধা। এছাড়াও, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নির্বাহী প্রকৌশলীগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাগণ, , উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কর্মশালায় চরাঞ্চলে স্থানান্তরযোগ্য গৃহ নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির স্থানান্তরযোগ্য গৃহ নির্মাণ সংক্রান্ত নকশা, প্রাক্কলন, প্রকল্প মনিটরিং এবং বাস্তবায়নের উপর আলোচনা হয়।
রংপুর ব্যুরো

Share Button

     এ জাতীয় আরো খবর