ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি পৃথিবীতে এখন অনুকরণীয় দৃষ্টান্ত: মোস্তাফা জব্বার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ২০০৮ সালে ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি এখন পৃথিবীর অনেক দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকাস্থ নেত্রকোনা জেলা সমিতির পক্ষ থেকে তাঁকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, ১৭৬০ সালের পর থেকে পৃথিবীতে তিনটি শিল্প বিপ্লবের পর চতুর্থ শিল্প বিপ্লব যুগে বাংলাদেশ প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ যুগের প্রবর্তক। নয় বছরে আজকের বাংলাদেশ প্রমাণ করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু দিয়ে গেছেন বাংলাদেশ, আর শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন। তলাবিহীন ঝুড়ি অপবাদখ্যাত বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে আর্বিভূত হয়েছে। মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি না করলে আমরা কেরানিও হতে পারতাম না, শেখ হাসিনা না থাকলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ পেতাম না। ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার আগে বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশ ডিজিটাল দেশ ঘোষণা করেনি। বাংলাদেশের পর ২০০৯ সালে ইংল্যান্ড এবং ২০১৪ সালে ভারত ডিজিটাল দেশ ঘোষণা করেছে। পরে সমিতির জেলা, উপজেলা কমিটিসহ ঢাকাস্থ নেত্রকোনা জেলা সমিতির পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।