November 11, 2024, 3:39 am

ভারতে পাচারের সময় শিশুসহ আটক ৭

ইয়ানূর রহমান :
অবৈধভাবে ভারতে পাচারের সময় দুই শিশুসহ ৭ বাংলাদেশিকে আটক
করে বিজিবি। গত শনিবার গভীর রাতে  যশোরের চৌগাছার হিজলী সীমান্ত থেকে
তাদের আটক করা হয়। পরে তারা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

আটককৃতরা হলো, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চরহোগলা বুনিয়া গ্রামের মৃত
মোক্তারের ছেলে রুস্তম শেখ (৫৩), বারুইখালি গ্রামের রফিকুল শেখ (৪৩) ও
তার স্ত্রী ইয়াসমিন বেগম (৪০), একই উপজেলার পাঠামারা গ্রামের ফেরদৌসের
মেয়ে চিতারা (৩০), পিরোজপুরের ইন্দরকানি উপজেলার জলিল মাতুব্বরের মেয়ে
জারা (১৮), নড়াইল সদর উপজেলার রথডাঙ্গা গ্রামের মুন্না গাজীর স্ত্রী
সেফালী খাতুন (২১) এবং ছেলে আলিফ (২)।

যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
আটককৃতরা চৌগাছা সীমান্ত দিয়ে গোপনে বর্ডার পার হচ্ছিল। সে সময় হিজলী
ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানাগেছে, এদের কেউ কেউ চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিল। আবার
কেউ তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য বিনাপাসপোর্টে সীমান্ত পার
হয়ে ভারতে যাচ্ছিল। তাদের রোববার চৌগাছা থানায় সোপর্দ করা হলে তাদের
আদালতে হাজির করা হয়। আইনজীবীর মাধ্যমে তারা জামিনের আবেদন করলে
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান তাদের জামিন মঞ্জুর করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর