December 22, 2024, 9:16 pm

সংবাদ শিরোনাম
জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

দেশে সিনোভ্যাক টিকা জরুরি ব্যবহারের অনুমোদন

ডিটেকটিভ ডেস্কঃঃ

 

চীনের করোনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে অধিদপ্তর। রোববার সকালে একটি বিজ্ঞপ্তিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর এই অনুমোদন দিয়েছে। এ তথ্য নিশ্চিত করেন ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

দেশে এ টিকার পরিবেশক হিসেবে কাজ করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। সিনোভ্যাকের পক্ষে ইনসেপ্টা এ টিকার অনুমোদনের জন্য আবেদন করে। এর আগে ২ জুন সিনোভ্যাকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিজ্ঞপ্তিতে ঔষধ প্রশাসন জানায় ভ্যাকসিনটি ১৮ বা তার বেশি বয়সের বাক্তিদের জন্য ব্যবহারযোগ্য। টিকাটি বাংলাদেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত বয়সের ব্যক্তিদের মধ্যে জরুরি ভিত্তিতে দেয়া হবে।

দুই ডোজের এই টিকার প্রথম ডোজের ২ থেকে ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া যাবে বলে জানায় তারা। সিনোভ্যাকের টিয়াকার সংরক্ষণ তাপমাত্রা ২ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস।

এর আগেও ২২টি দেশে এই টিকা ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে সিনোভ্যাকের টিকার দুই ডোজ নিতে হবে। দুই থেকে চার সপ্তাহ ব্যবধানে এই দুই ডোজ টিকা নিতে হবে। টিকা সংরক্ষণ করতে হবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

এনিয়ে দেশে মোট পাঁচটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেল। এর আগে অ্যাস্ট্রাজেনেকা, স্পুতনিক, সিনোফার্মা ও ফাইজারের টিকা অনুমোদন পেয়েছে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর