December 23, 2024, 1:54 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ডিটেকটিভ ডেস্কঃঃ

বিভিন্ন দাবিতে রাজধানীর কুড়িল বিশ্বরোড সড়ক আটকিয়ে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তারা বিশ্বরোড-বাড্ডা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন অফিসগামী ও পথচারীরা।

২ ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধ করে রাখার পর আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় বেলা পৌনে ১১টার দিকে অবরোধ তুলে নেন পোশাক শ্রমিকরা।

এই দুই ঘণ্টায় দুপাশের সড়ক বন্ধ হয়ে যায়। কুড়িল থেকে যানজট খিলক্ষেত পেরিয়ে বিমানবন্দরের কাছাকাছি চলে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যাত্রীদের বেশিরভাগই তাদের বাহন ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। অনেকে রাস্তা পেরিয়ে বিকল্প সড়ক ব্যবহার করেছেন।

ক্লাসিক শার্টস গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা কারখানায় ছাঁটাই বন্ধের দাবিতে এই অবরোধ করেন।

কুড়িল চৌরাস্তা এলাকায় বিক্ষোভরত কয়েকজন শ্রমিক জানান, তাদের ১৫-২০ জন কর্মীকে বিনাকারণে ছাঁটাই করা হয়েছে। এটা অন্যায়।  তাদের চাকরিতে পুনর্বহালসহ ছাঁটাই বন্ধের দাবিতে এই আন্দোলন।

তারা আরও বলেন, আমরা ঈদের পর থেকেই এর প্রতিবাদ করে আসছি। কিন্তু মালিকপক্ষ আমাদের দাবি মানছে না। তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

অবরোধ তুলে নেওয়ার বিষয়ে তারা বলেন, ভাটারা থানার পুলিশ এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে বসবেন বলে আশ্বাস দিয়েছেন। তাই আমরা অবরোধ তুলে নিয়েছি।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর