October 8, 2024, 3:23 am

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

নতুন নিয়োগপ্রাপ্তদের যোগদান স্থগিত করলো রাবি প্রশাসন

ডিটেকটিভ ডেস্কঃঃ

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিদায়ী উপাচার্য তার শেষ কর্মদিবসে বিভিন্ন পদে নতুন ১৩৭ জনকে নিয়োগের ঘটনার তদন্ত শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি। আর তদন্ত প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আব্দুস সালামের স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে নিয়োগ কার্যক্রম স্থগিতের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের সব দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে তদন্ত দলের আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান কমিটির সদস্যরা। কমিটির অন্য সদস্যরা হলেন ড. আবু তাহের, ড. জাকির হোসেন আখন্দ ও মোহাম্মদ জামিনুর রহমান।

পরে তারা ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সঙ্গে বৈঠক করেন। কমিটির আহবায়ক জানান, ঘটনা তদন্তে বিদায়ী উপাচার্য এম আব্দুস সোবহানসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন তারা।

এছাড়া দুর্নীতিবিরোধী শিক্ষকদের বক্তব্যও নেয়া হয়েছে। তদন্ত শেষে আগামী ৭ কর্মদিবসের মধ্যেই কমিটি প্রতিবেদন দাখিল করবে বলেও জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ মে শিক্ষা মন্ত্রণালয়ের পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ে গত ৫/৬ মে ইস্যু করা সব অ্যাডহক ভিত্তিতে নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। বিধায় তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোনোরূপ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এসব নিয়োগপত্রের যোগদান এবং তৎসংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নিয়োগ স্থগিতাদেশ অমান্য করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে ১৩৭ জনকে নিয়োগ দেয়ার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়।

Share Button

     এ জাতীয় আরো খবর