ডিটেকটিভ ডেস্কঃঃ
করোনা টেস্ট কিটের মূল্য তিন ভাগের এক ভাগ হলেও পরীক্ষার ফি কমায়নি বেসরকারি ল্যাব। এখনো নেয়া হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা। করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটি টেস্টের মূল্য ১৫০০ থেকে ২০০০ টাকা করার পরামর্শ দিলেও পরীক্ষার ফি ৩ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে প্রতিদিন গড়ে করোনা টেস্ট হয় ২০ হাজার। মোট পরীক্ষার একটি বড় অংশই শনাক্ত হয় বেসরকারি ল্যাবে। ৮০টি বেসরকারি ল্যাবে সাধারণ করোনা পরীক্ষা ও ৩৪টি ল্যাবে চলে বিদেশগামীদের পরীক্ষা।
গত বছরের ২৯ এপ্রিল, বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষার অনুমতি দেয় স্বাস্থ্য বিভাগ। সেসময় একেকটি টেস্ট কিট দুই হাজার ৮০০ টাকায় কিনে সরকার। বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষার ফি বেধে দেয় সাড়ে তিন হাজার টাকা। অর্থাৎ খরচসহ প্রতিটি কিটে মুনাফা ৭০০ টাকা।
বর্তমানে প্রতিটি করোনা টেস্ট কিটের মূল্য ৭শ থেকে ৮শ টাকা। কিন্তু পরীক্ষা চলছে আগের দামেই। এ অবস্থায় দেড় থেকে দুই হাজারের মধ্যে ফি নির্ধারণের প্রস্তাব দেয় করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটি।
করোনা পরীক্ষার ফি কমাতে ল্যাব মালিকদের নিয়ে বৈঠকে বসে স্বাস্থ্য বিভাগ। মালিকদের অনুরোধে ফি কমে মাত্র ৫০০ টাকা। অর্থাৎ সাধারণ করোনা পরীক্ষা তিন হাজার ৫০০ টাকা থেকে তিন হাজার, বিদেশগামীদের ফি ৩ হাজার থেকে ২৫শ টাকা আর বাড়ি থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষার ফি সাড়ে চার হাজার টাকা থেকে কমিয়ে তিন হাজার ৭০০ টাকা করার প্রস্তাব পাঠানো হয় মন্ত্রণালয়ে। পরীক্ষার ফি দুই হাজার টাকার বেশি হওয়া উচিত নয়, বলছে কারিগরি কমিটি।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ সপ্তাহের মধ্যেই বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষার নতুন মূল্য নির্ধারণ হবে।
//ইয়াসিন//