সুশিক্ষিত-মননশীল জনগোষ্ঠীই জাতিকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারে: নানক
ডিটেকটিভ নিউজ ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সুশিক্ষিত, মেধাবী ও মননশীল জনগোষ্ঠীই একটি জাতিকে বিশ্ব দরবারে উন্নত ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারে। আর এজন্য দরকার সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রয়াস। গতকাল শুক্রবার মোহাম্মদপুরে লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এ- কলেজের ৫০ বছর পূর্তি উৎসব উপলক্ষে আলোচনাসভা ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন ফারুকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কলেজের সভাপতি কাউন্সিলর হাবিবুর রহমান মিজান, অধ্যক্ষ মো. আকমল হোসেন, প্রতিষ্ঠানের প্রথম প্রধান শিক্ষক আবদুল হাই, সমাজসেবী ফাহমিদা খাতুন ও দৌলত আহমেদ। জাহাঙ্গীর কবির নানক বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে মোহাম্মদপুর ও আদাবর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সন্ত্রাস, নৈরাজ্য ও অনিয়মের আখড়া। সেই সময় শিক্ষক-কর্মচারী নিয়োগ ও শিক্ষার্থীর ভর্তিতে অনিয়মই নিয়মের রেওয়াজ হয়ে উঠেছিল। প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর সম্প্রসারণ-সংস্কারে হাত দেয়া হয়নি। পরে নানক সাবেক কৃতী শিক্ষকদের হাতে সম্মাননা পদক তুলে দেন। সকালে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন।