ডিটেকটিভ ডেস্কঃঃ
শ্বাসকষ্ট নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালের ভর্তি করা হয়েছে।
সম্প্রতি করোনা মুক্ত হন তিনি। শনিবার রাতে অমিত শাহ শ্বাসকষ্টে ভুগছিলেন। এরপর চিকিৎসকদের পরামর্শে আবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেখানে হাসপাতালটির পরিচালক রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
গত ২ আগস্ট বিজেপির ৫৫ বছর বয়সী এই নেতার করোনাভাইরাস শনাক্ত হয়। তখন তাকে দিল্লির পার্শ্ববর্তী গুরগাওয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১৪ আগস্ট করোনা রিপোর্ট নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছাড় পান তিনি। এদিন টুইট বার্তায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে তিনি আরও কিছু দিন আইসোলেশনে থাকবেন বলে জানান।
এরপর ক্লান্তি ও শরীরে ব্যাথার কারণে ১৭ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ডায়াবেটিকসের রোগী হওয়ায় কোনো ঝুঁকি না নিয়ে অমিতকে হাসপাতালেই রেখে দেন চিকিৎসকরা। চিকিৎসা শেষে গত ৩১ আগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।