এইচ এম জসিম উদ্দিন, মোরেলগঞ্জ (বাগেরহাট)ঃঃ
নারায়নগঞ্জ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া ’ এখন মোরেলগঞ্জে। মাত্র ১ টাকায় নামমাত্র ফি নিয়ে তারা এ সেবা প্রদান করছে।
শুক্রবার সকাল ৮ টায় বলইবুনিয়া ইউনিয়ন পরিষদে ক্যাস্প করে এ হাসপাতালের ৭ জন মেডিকেল অফিসার রোগী দেখা শুরু করেন। মাত্র ১ টাকা ফি দিয়ে রোগীরা পরামর্শ পত্র নিচ্ছেন। পাশাপাশি দেয়া হচ্ছে ৩ থেকে ৭ দিনের ওষুধ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন এবং ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী খান বেলা ১১ টার দিকে এ ক্যাম্প পরিদর্শন করেন। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ জানান, এ ফাউন্ডেশনের চেয়ারম্যান পেরু প্রবাসী কিশোর কুমারের উদ্যোগে ও কোস্ট গার্ডের সহায়তায় উপকূলীয় এলাকায় ২ মাস ব্যাপী এ হাসপাতাল বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করবে।