জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনায় স্বাস্থ্যকর্মী সহ ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন জগন্নাথপুর উপজেলার জহিরপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী ফারুক হোসেন ও আরেকজন উপজেলার শাহারপাড়া গ্রামের আ.লীগ নেতা মুকিত কামালী। ২৮ আগস্ট রাতে তাঁদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর বলেন, তাঁরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তালিকাভূক্ত রোগী ছিলেন না। সিলেটে করোনা রোগীর তালিকায় তাঁদের মৃত্যু হয়েছে।