রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার আয়োজনে আজ শনিবার (২৯ আগষ্ট) সকালের দিকে প্রচার কর্মসূচী পালনসহ মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীর রেলগেট সংলগ্ন কামারুজ্জামান চত্বরে মাস্ক বিতরণের পাশাপাশি স্বাস্থ্য বিধি ও সড়ক আইন মেনে চলার আহবান জানিয়ে প্রচার কর্মসূচী পালন করে নিসচা। সড়ক দুর্ঘটনা রোধকল্পে লিফলেট ও করোনা ভাইরাস প্রতিরোধে সম্ভাব্য করণীয় পুস্তকও বিতরণ করা হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন নিসচা, রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সহ-সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যনিবাহী সদস্য অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জুখার দুদায়েব, সাধারণ সদস্য- রাকিবুল ইসলাম রকি, জান্নাতসহ স্থানীয় সুশীল সমাজের নেত্রীবৃন্দ।