December 23, 2024, 12:46 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

রাজশাহী বিভাগে ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেল!

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
রাজশাহী বিভাগজুড়ে প্রাণঘাতী করোনা সংক্রমণ ছাড়িয়েছে ১৭ হাজার। মঙ্গলবার (২৫শে আগস্ট) পর্যন্ত বিভাগের আট জেলায় ১৭ হাজার সাতজনের প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাজশাহী বিভাগে নতুন ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫২ জন বগুড়ার বাসিন্দা। এছাড়া রাজশাহীর ২৬ জন, নাটোরের ১৫ জন এবং সিরাজগঞ্জের ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ ছয় হাজার ৩৪২ জনের করোনা ধরা পড়েছে বগুড়া জেলায়। এছাড়া রাজশাহীতে চার হাজার ৩৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৬৩ জন, নওগাঁয় এক হাজার ১১১ জন, নাটোরে ৮০১ জন, জয়পুরহাটে ৮৯৭ জন, সিরাজগঞ্জে এক হাজার ৮৫৯ জন এবং পাবনায় ৯৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
অপরদিকে, বিভাগে ২৪৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। গত ২৪ ঘণ্টায় বিভাগে দুইজন করোনায় মারা গেছেন। এই দুইজন রাজশাহীর বাসিন্দা। এ পর্যন্ত সর্বোচ্চ ১৪৭ জন মারা গেলেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ০৪ জন, জয়পুরহাটে ০৫ জন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ০৯ জন মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ২০৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯৯ জন সুস্থ হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ০১ জন, নওগাঁয় ১২ জন, নাটোরে ০৫ জন, জয়পুরহাটে ০১ জন, সিরাজগঞ্জে ০৮ জন এবং পাবনার ০১ জন করোনাকে জয় করেছেন।
ইতোমধ্যে রাজশাহীর দুই হাজার ৮৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪২৬ জন, নওগাঁর ৯৭৫ জন, নাটোরের ৪৫৯ জন, জয়পুরহাটের ২২১ জন, বগুড়ার পাঁচ হাজার ২৪৩ জন, সিরাজগঞ্জের ৯৪৬ জন এবং পাবনার ৮৪১ জন সুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেন এই কর্মকর্তা।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর