October 7, 2024, 2:36 am

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নাটোরের গুরুদাসপুর পৌর আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল শান্তির অস্ত্র দিয়ে অশান্তির অস্ত্র রুখে দিতে হবে- আব্দুল কুদ্দুস এমপি

মোঃ সালমান হোসাইন,নাটোর জেলা প্রতিনিধিঃ

শান্তির অস্ত্র দিয়ে অশান্তির অস্ত্র রুখে দিতে হবে। গতকাল নাটোরের গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এ কথা বলেন।
এসময় অধ্যাপক আব্দুল কুদ্দুস আরোও বলেন, ‘কোন জাতি এত অল্প সময়ে এত রক্ত দিয়ে স্বাধীন হয়েছে এমন নজির পৃথিবীতে বিরল। বঙ্গবন্ধুর কারণে এবং বঙ্গবন্ধুর ডাকেই এটি সম্ভব হয়েছে। আমাদেরকে ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর দেশপ্রেম, আদর্শ ও চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।তিনি আরোও বলেন, ‘জনগণের প্রতি বঙ্গবন্ধুর যে ভালাবাসা, সম্মানবোধ ও মমত্ববোধ ছিল তা সকলের জন্য অনুকরণীয়। বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেম হৃদয়ে ধারণ করে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল সার্থক হবে।’আগামী পৌর নির্বাচনে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লবকে ইঙ্গিতে সমর্থন জানিয়ে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো রকম হস্তক্ষেপ করবেনা। আপনারা আপনার ভোট পছন্দের প্রার্থীকেই দিতে পারবেন। তিনি শান্তির অস্ত্র দিয়ে অশান্তির অস্ত্র রুখে দিতে সবার প্রতি আহবান জানান।বৃহস্পতিবার (২০ আগষ্ট) রাত ৮টার দিকে পৌর সদরের মধ্যমপাড়া সাবেক পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ জুমির উদ্দিন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে নাটোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ছামছুল হক শেখসহ আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর