January 8, 2025, 9:24 am

সংবাদ শিরোনাম
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

বার্সেলোনাকে আবার শিখরে তুলবেন কোম্যান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

ঘরের ছেলে ঘরে ফিরলেন।কোচ হিসেবে রোনাল্ড কোম্যানের বার্সেলোনায় ফেরাটাকে এভাবেই ব্যাখ্যা করা হচ্ছে।ক্লাবের সাবেক খেলোয়াড় তিনি।ছয় মৌসুমে ২৬৪ ম্যাচ খেলেছেন বার্সার হয়ে।জোহান ক্রুয়েফের ‘ড্রিম টিমের’ হয়ে গোল করেছেন ৮৮টি। ১৯৯১ থেকে ৯৪-তে টানা চারটি লা লিগা খেতাব জিতেছেন।৫৭ বছর বয়সী সেই ডাচ লিজেন্ড কোম্যান নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব ছেড়ে এখন টালমাটাল বার্সেলোনার কাণ্ডারি।গত শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে চূর্ণ হওয়ার পর কোচ কিকে সেতিয়েনকে ছাঁটাই করতে কালক্ষেপণ করেনি বার্সা।এরপরই বার্সার সুদিন ফেরাতে কোচের উত্তপ্ত আসনে বসিয়ে দেয়া হয় কোম্যানকে।বুধবার প্রধান কোচ হিসেবে নিজের পরিচয়পর্বে টক-ঝাল-মিষ্টি সব কথাই বলেছেন কোম্যান। ‘আজ আমার খুশির দিন।সবাই জানে, বার্সা আমার ঘর।আমার স্বপ্ন সত্যি হয়েছে। সামনে কঠিন চ্যালেঞ্জ।এটাই আমি চাই। বার্সাকে আবার শীর্ষে তুলতে লড়ব আমরা’, যুদ্ধ ঘোষণার মতো শোনায় তার কথা।একজন খেলোয়াড়ের বয়স ৩১, ৩২ হলেই সে শেষ হয়ে যায় না। দেখতে হবে তার মধ্যে আগের মতো ক্ষুধা আছে কি না’, একথা বলে তিনি জানান, মেসির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। কারণ, মেসি ম্যাচ জেতান।আজেন্টাইন ফরোয়ার্ড যদি থেকে যান, খুশি হবেন কোম্যান।জানি না মেসিকে থেকে যেতে রাজি করাতে হবে কি না।আশা করি, সে বার্সায়ই থাকবে’, বলেছেন নতুন কোচ। সেই সঙ্গে কাতালান ক্লাবের নতুন সূচনারও আভাস দিয়েছেন।তাতে নিশ্চিতভাবে বেশ কয়েকজন ‘বুড়ো’ খেলোয়াড়ের ওপর কোপ পড়বে।

প্রাইভেট ডিটেকটিভ/২১ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর