September 21, 2024, 4:52 pm

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

মাদ্রাসা সুপারের লোমহর্ষক দুর্নীতির তথ্য ফাঁস পীরগঞ্জের ছাঁতুয়া দখিল মদ্রাসায় ভাড়াটিয়া কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীদের দিয়ে জেএসসি ও এসএসসি পরিক্ষা !!

মো: মোস্তাফা মিয়া,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জের ছাতুয়া দ্বিমূখী দাখিল মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন/ভাতা ঠিক রাখতে দীর্ঘদিন ধরে কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীদেরকে অর্থের বিনিময়ে ভুয়া ও সঠিক নামে দাখিল পরিক্ষা দেয়ার নজিরবিহীন দুর্নিতীর প্রমান পাওয়া গেছে।একটি নির্ভর যোগ্য সূত্র ও এলাকাবাসী কর্তৃক জানাযায়, ছাঁতুয়া মাদ্রাসা সুপারের নানা অনিয়ম ও দুর্নীতির কারনে এলাকাবাসী উক্ত মাদ্রসায় স্থানীয় অবিভাবকগন ছাত্রছাত্রী ভর্তি করাতে চায় না, সেই সাথে দুর দুরান্তরের অবিভাবকগনও। ফলে মাদ্রাসা সুপার শহিদুল ইসলাম বিভিন্ন কলেজ পড়–য়া এস এস সি, এইচ এস সি এবং পলাতক পাস ছাত্র/ছাত্রীদের অর্থের বিনিময়ে ভাড়া করে পিএসসি, জেএসসি ও দাখিল পরিক্ষা দিয়ে ছাত্র/ছাত্রীর পাসের কোটাপুরন পুর্বক লক্ষ লক্ষ সরকারী টাকা আত্মসাৎ কওে আসছেন বলে জানায়, মাদ্রাসার প্রতিষ্ঠাতা লুৎফর রহমান ও পরিচালনা কমিটির সবেক সভাপতি ও দাতা সদস্য শফিকুর রহমান রহমান।গত বুধবার সকালে সরেজমিন দেখতে গিয়ে এই লোমহর্ষক দুর্নীতির প্রমান পাওয়া যায়। দেখাযায় সানজিদা খাতুন রোল নং-৪৯৯০৯৯৫, সে ১৯১৮ ইং সনে জানকিপুর দ্বিমুখি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পাস করার পর আবার ১৯১৯ ইং সনে ছাঁতুয়া মাদ্রাসা থেকেও জেডেসি পাস করানো হয়েছে। মিরাতুল জান্নাত রোল নং-২০১১৫২ সে ১৯১৯ সনে টুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পরও ২০২০ ইং সনে অত্র মাদ্রাসা হতেও দাখিল পাস করানো হয়েছে। মেরাতুল জান্নত রোল নং-১৬০৫৬৮, সে ২০২০ ইং সনে চৈত্রকোল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাস করার পরও অত্র মাদ্রাসায় ২০২০ ইং সনের ৫ম শ্রেনীর পিএসসি পরিক্ষার জন্য রেজিঃ পুর্বক মনোনিত রকা হয়েছে। এলাকাবাসীরা জানায়, পিছনের কয়েক বছরের পরিক্ষায় পাসের তথ্যের সঠিক তদন্ত করা হলে আরও শত শত ছাত্র/ছাত্রীর এ রকম লোমহর্ষক অনিয়ম বেড়িয়ে আসবে।উল্লেখ্য, অত্র মাদ্রাসা সুপার কর্তৃক প্রায় ১মাস পর্বেও ১জন চতুর্থ শ্রেণীর কর্মচারী ও আয়া পদের নিয়োগকে কেন্দ্র করে প্রায় ২০ লক্ষ টাকার নিয়োগ বানিজ্যে করেছে বলেও অভিযোগ এলাকাবাসীর। তাছাড়া চাকুরি দেয়ার নাম করেও ৭জন ব্যক্তির নিকট আরও প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে, যানিয়ে ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে অভিযোগও দিয়েছেন ভুক্তভোগিরা। এ ব্যাপারে মাদ্রাসা সুপার এ কে এম শহিদুল ইসলাম ও সভাপতি রফিকুল ইসলামের সাথে কথা হলে তাহারা বলেন, আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েয়ে তা মিথ্যা।উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোমিন বলেন, বিষয়টি অভিযোগ আকারে পাওয়া যায়নি, তবে বিষটি খতিয়ে দেখা হবে।অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার মেসবাহুল হোসেন এর সাথে মুঠোফোনে কথাহলে তিনিও অনুরুপ কথা বলে।এলাকাবাসী এব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে মাদ্রাসা সুপারের অনিয়ম ও দুর্নিতীর শাস্তিমুলক ব্যবস্থাসহ শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে প্রতিষ্ঠানটি রক্ষার দাবি জানিয়েছেন।

প্রাইভেট ডিটেকটিভ/২০ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর