২০১৮ সালে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ঝিমিয়ে পড়া বিএনপিকে চাঙ্গা রাখতে কেন্দ্রীয় নেতারা উৎসাহ ব্যঞ্জক কথা বলে মাঠের কর্মীদের উজ্জীবিত রাথতে চাচ্ছেন। বছরের প্রথমদিন দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন ২০১৮ সাল হবে বেগম খালেদা জিয়ার আর বিএনপির বছর।
‘২০১৮ সালে সরকারের পতন হবে’ অথবা ‘বিএনপি আবার ক্ষমতায় আসতেছে’ বলে জোর প্রচারণা চালিয়ে নেতা-কর্মীদের সংগঠিত করার প্রচেষ্টা চালাচ্ছে দলীয় হাই কমান্ড। তবে তাতেও আশানুরূপ সাড়া পাচ্ছেননা বিএনপির নীতি নীর্ধারকরা।
দলকে চাঙা করতে খালেদা জিয়ার সভাপতিত্বে মধ্যরাতে একের পর এক বৈঠক করছে বিএনপির স্থায়ী কমিটি। বিএনপির এমনি এক বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা যতো যাই করিনা কেনো দলকে আগে সুসংগঠিত না করে এমন প্রচারণা বুমেরাং হবে। মানুষ আমাদের কথা বিশ্বাস করবে না। এর পর গয়েশ্বর রিজভীকে উদ্দেশ্য করে বলেন, দল বর্তমানে কিছু মানুষের পকেটস্থ হয়ে যাচ্ছে যা দলের জন্য অশনি সংকেত।
গয়েশ্বরের এ কথায় ক্ষিপ্ত হয়ে তাকে ‘মালাউন’ বলে গালি দিয়ে বসেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মুহুর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বৈঠকস্থল জুড়ে।
এক পর্যায়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার হস্তক্ষেপে বিষটির সুরাহা হয়। তবে মিটিং শেষে বাইরে এ নিয়ে গয়েশ^ও অনুসারীদের মধ্যে আরো বেশ কিছুক্ষণ নেতা কর্মীদের মধ্যে উতপ্ত বাক্য বিনিময় চলতে থাকে। সুত্রঃ বাংলাদেশ টাইমস