October 9, 2024, 11:30 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

তিন রূপে এক নাটকে মৌসুমী হামিদ

তিন রূপে এক নাটকে মৌসুমী হামিদ

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চা-পান-বিড়ি বিক্রয় করেন মৌসুমী হামিদ। দিনের বেলায় তিনি একজন খুচরা বিক্রেতা। রাতে আবার পতিতাবৃত্তি করেন। এদিকে একইসঙ্গে তিনি একজন পেশাদার খুনি। ‘ভেলকি’ শিরোনামের একটি নাটকে এমন তিনটি রূপে দেখা যাবে এই অভিনেত্রীকে। এটি পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামিম।

গেল বুধবার নাটকটির শুটিং শেষ করেছেন বলে জানান মৌসুমী হামিদ। তিনি বলেন, এক নাটকে তিনটি চরিত্রে কাজ করা অনেক মজার একটি বিষয়। তবে এটি আবার চ্যালেঞ্জিংও মনে করি। কারণ তিনটি চরিত্র তিন রকম। অভিনয়ের সময় আমাকে তিন রকমভাবে মেকআপ নিতে হয়েছে। আমি যেমন চরিত্রে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি এই নাটকের চরিত্রগুলো ঠিক তেমনি। দর্শকদের নাটকটি ভালো লাগবে। ‘ভেলকি’তে মৌসুমী হামিদের বিপরীতে দেখা যাবে অভিনেতা সজল ও মাজনুন মিজানকে। এটি ছাড়াও এই অভিত্রেী সম্প্রতি ‘এক রাতের গল্প’ শিরোনামের আরো একটি একক নাটকের কাজ শেষ করেছেন। ভৌতিক গল্পে এই নাটকটি নির্মিত হয়েছে বলে জানা যায়। এটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। এদিকে ধারাবাহিকের কাজ নিয়েও এই অভিনেত্রী ব্যস্ত সময় পার করছেন বলে জানান। দীপ্ত টিভিতে ‘অলি’ ও এটিএন বাংলায় ‘লাইফ ইন এ মেট্রো’ শীর্ষক দুটি ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে। এ ছাড়া তার হাতে রয়েছে সুমন আনোয়ারের ‘সুখী মীরগঞ্জ’ ও ‘ইডিয়েট’ শীর্ষক আরো দুটি ধারাবাহিক। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ‘জালালের গল্প’, ‘ব্ল্যাক মেইল’, ও পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তবে এখন শুধু ছোট পর্দার কাজেই তিনি মনোযোগী। দীর্ঘদিন তাকে নতুন কোনো চলচ্চিত্রে দেখা যাচ্ছে না। এই প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, আমি চলচ্চিত্র থেকে দূরে নেই। তবে মনের মতো গল্প ও চরিত্র পাচ্ছি না বলে নতুন ছবিতে আমাকে দেখা যাচ্ছে না। নতুন কিছু চলচ্চিত্র সম্পর্কে কথা হচ্ছে। ব্যাটে-বলে মিলে গেলে কাজ শুরু করবো।

Share Button

     এ জাতীয় আরো খবর