October 7, 2024, 8:22 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য প্রয়াত ইসরাফিল আলমের নামাযে জানাজা।ছবি:প্রাইভেট ডিটেকটিভ

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের দাফন সম্পন্ন

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য প্রয়াত ইসরাফিল আলমের নামাযে জানাজা।ছবি:প্রাইভেট ডিটেকটিভ

গতকাল ২৭ জুলাই ২০২০ ইং তারিখ সোমবার বাদ আছরের পর থেকে তিন দফা নামাজে জানাজা শেষে নিজ জন্মভূমি নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।রাণীনগর উপজেলার নিজ গ্রাম ঝিনা গ্রামে রাত পৌনে ৮টায় বাবা-মা’র কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৭ জুলাই ২০২০ ইং তারিখ সোমবার সকাল ৬ টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নির্বাচনী আসন রাণীনগর-আত্রাই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে ফুসফুস, কিডনি এবং ডায়াবেটিকস জনিত রোগে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন এমপি ইসরাফিল আলম। এর মধ্যে তার মা রাসেদা রহমান মারা যাওয়ায় তিনি আরো ভেঙ্গে পড়েন। তিনি করোনা আক্রান্ত হয়ে পড়েন এবং তার শারীরিক অসুস্থতা বাড়ায় ৬ জুলাই চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে ১৪ জুলাই তাকে বাসায় নিয়ে আসা হয় এবং ১৫ জুলাই করোনার ফলাফল তার নেগেটিভ আসে। বাসায় আনার পর ১৭ জুলাই অসুস্থ হয়ে পরলে তাকে আবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৪ জুলাই রাতে শ্বাসকষ্ট বেড়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় ওই দিনই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার সকালে মারা যান তিনি।তার মৃত্যুতে রাণীনগর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপি, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ গভীর শোক ও দু:খ প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।বেলা তিনটার দিকে ঢাকা থেকে একটি হেলিকপ্টার যোগে মরদেহ নিয়ে রাণীনগর হেলিপ্যাডে নেওয়া হয়। এরপর সেখান থেকে লাশবাহি গাড়ী যোগে সাড়ে ৩টার দিকে জন্মভূমি ঝিনা গ্রামে নিয়ে যাওয়া হয়। সোমবার রাত পৌনে ৮টায় বাবা-মা’র কবরের পাশে দাফন করা হয়।দলীয় সূত্রে জানা গেছে, এমপি ইসরাফিল আলম তিতাস গ্যাস কোম্পানিতে চাকুরী করার সময় শ্রমিক লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন।এর পর ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।সাধারণ সম্পাদক থাকাকালে ইসরাফিল আলম আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ২০০১ সালের নির্বাচনে তৎকালীন বিএনপি জোটের মন্ত্রী আলমগীর কবির এর কাছে পরাজিত হন।এই সময়কাল রাণীনগর-আত্রাই এলাকা ছিল রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাত। এরপর ২০০৮ সালের নির্বাচনে বিএনপি জোটের পাথী আনোয়ার হোসেন বুলুকে পরাজিত করে বিজয়ী হন শ্রমিক নেতা ইসরাফিল আলম। চাকুরী ছেড়ে দিয়ে পুরোপুরি রাজনীতিতে আত্মনিয়োগ করেন তিনি। নির্বাচিত হবার পর থেকে শক্ত হাতে সর্বহারা ও জেএমবি দমন করেন।২০১৮ সালে আবারও বিএনপি জোটের পাথী আলমগীর কবীরকে পরাজিত করে ৩য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন মিডিয়া ব্যক্তিত্ব ইসরাফিল আলম।এছাড়া ইসরাফিল আলম নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি ও শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।তিনি নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে ১৯৬৬ সালে জন্ম গ্রহণ করেন।তার পিতা মরহুম আজিজুর রহমান ছিলেন এলাকার কৃষক আন্দোলনের নেতা।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর