October 18, 2024, 10:12 am

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

ফুলবাড়ীর ২৯ বিজিবি’র আওতায় রসুলপুর সীমান্তে নব নির্মিত বিওপির নতুন ভবনের শুভ উদ্বোধন

ফুলবাড়ীর ২৯ বিজিবি’র আওতায় রসুলপুর সীমান্তে নব নির্মিত বিওপির নতুন ভবনের শুভ উদ্বোধন
মাসউদ রানা


দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় কাজিহাল ইউপির রসুলপুর গ্রামে বিজিবি’র নব নির্মিত নতুন ভবনের শুভ উদ্বোধন ও চোরাচালান মাদক বিরোধী এক মতবিনিময় সভা ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম(পিবিজিএম)এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় কাজিহাল ইউপির রসুলপুর গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র নতুন ভবনের শুভ উদ্বোধন করেন উত্তর পশ্চিম বিজিবি’র রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম(পিএসসি)।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করেন স্থানীয় মসজিদের ঈমাম মো. রবিউল ইসলাম। সকাল ১১ টায় রসুলপুর বিওপির সংলগ্ন ঈদগাহ্ মাঠে এলাকাবাসীর উপস্থিতিতে চোরাচালান ও মাদক বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম(পিবিজিএমএস)।


প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উত্তর পশ্চিম বিজিবি’র রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম(পিএসসি)। প্রধান অতিথির বক্তবে তিনি সকলকে মাদক বিরোধী কঠোর অবস্থানে থাকার আহব্বান জানান। নতুন বিওপির উদ্বোধনের ফলে এই অঞ্চলে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে অভিযানে আরও গতিশীলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্তকরেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপ-মহাপরিচালক দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন (পিবিজিএমএস),দিনাজপুর বিজিবি’র সেক্টরের অপারেশন অফিসার মেজর এএসএম রবিউল হাসান,রংপুর রিজিয়নের বিজিবি’র ডাইরেক্টর অপারেশ লেঃ কর্নেল মো. মোরশেদ, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব,কাজিহাল ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন,ইউপি সদস্য মো. নাসির।
এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক,ইউপি সদস্য,বিজিবি’র সৈনিকগন,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী ২৯ বিজিবি।

Share Button

     এ জাতীয় আরো খবর