October 9, 2024, 9:24 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

এক বছর পর রিয়াজ

এক বছর পর রিয়াজ

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

প্রায় এক বছর পর আবারো নাটকে অভিনয় করলেন দর্শকপ্রিয় অভিনেতা রিয়াজ। গল্প ও চিত্রনাট্য পছন্দ হতো না বলে গেল এক বছর কোনো নাটকে অভিনয় করেননি এই অভিনেতা। তবে বিরতি ভেঙে গেল ১৬ ও ১৭ই জানুয়ারি তিনি অভিনয় করেছেন ‘ভালোবাসার চাদর’ নামের একটি খ- নাটকে। জাকির হোসেন উজ্জ্বলের রচনা এই নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি। রিয়াজ বলেন, আমার কাছে যেসব নাটকে অভিনয়ের প্রস্তাব আসতো সেগুলোর গল্প একঘেয়েমি মনে হতো। চরিত্রে বৈচিত্র্যতা পেতাম না।

এতে করে কাজের মান হারিয়ে যাচ্ছিল। সেজন্য মানহীন নাটকগুলো থেকে দূরে ছিলাম। এরমধ্যে আবার দু-একটা ভালো কাজ আসলেও অন্য কাজের ব্যস্ততায় করা হয়ে ওঠেনি। তিনি আরো বলেন, ‘ভালোবাসার চাদর’ নাটকটি একজোড়া দম্পতির মিষ্টি প্রেমের গল্প। কাজটি করে আমি ভীষণ তৃপ্তি পেয়েছি। গল্প ও চিত্রনাট্য আমার মন ছুঁয়ে গেছে। দর্শকরা যেসব গল্পের কাজ দেখতে পছন্দ করেন এটি তেমন একটি কাজ। এ ধরনের নাটক পেলেই আমি কাজ করবো। ভালোবাসার চাদর নাটকে রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন ভাবনা। এই জুটি এর আগে শুকনো ফুল ও সতেজ প্রেমের গল্প নামের নাটকে কাজ করেছিলেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম, অনুভব মাহাবুব প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগির নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। প্রসঙ্গত,  রিয়াজ অভিনীত সর্বশেষ ছবি ‘কৃষ্ণপক্ষ’। এটি ২০১৬ সালের ২৬শে ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত ছিল এটি। এই ছবিতে রিয়াজের নায়িকা ছিলেন মাহিয়া মাহি।

Share Button

     এ জাতীয় আরো খবর