October 7, 2024, 7:33 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

মহামারী মরন ব্যাধী করোনা যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিল, একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

ব্রাজিলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়েছে দেশটি।প্রতিদিন আক্রান্তের সংখ্যা এতোটাই বাড়ছে যে, মাত্র কয়েকদিনে ইউরোপের সব দেশ আর রাশিয়াকে ডিঙ্গিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ব্রাজিল।আক্রান্তের দিক দিয়ে করোনায় সবেচেয়ে বেশি বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রের পরই এখন ব্রাজিলের অবস্থান।আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিলও। টানা ৪ দিন এক হাজারের বেশি করোনা রোগীর মৃত্যু ঘটেছে দেশটিতে।ইতোমধ্যেই স্পেনকে ছাড়িয়ে বিশ্বে করোনায় সর্বাধিক মৃতের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার এই দেশ। পরিস্থিতি একই থাকলে শিগগিরই ফ্রান্সকে ছাড়িয়ে যাবে তারা।৩০ মে ২০২০ ইং তারিখ শনিবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ২৬ হাজার ৯২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। একইদিনে মারা গেছে আরও ১ হাজার ১২৪ জন।আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার বলছে, দেশটিতে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৩৩৮ জনে দাঁড়িয়েছ। মোট মৃত্যু সংখ্যা ২৭ হাজার ৯৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ১৮১ জন। হাসপাতালে ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ২ লাখ ৪৭ হাজার ২১৩ জন। এদের মধ্যে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।এমন ভয়ঙ্কর পরিসংখ্যানও সচেতন নন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। শুরু থেকেই করোনাকে ধারণ ফ্লুর সঙ্গে তুলনা করছেন তিনি।তার সেই ধারনার বাস্তব প্রমাণও মিলেছে গত ২৫ মে। এদিন চরম করোনা পরিস্থিতিতেও সমর্থকদের নিয়ে মিছিল বের করেছন তিনি।প্রথমে মুখে একটি সাদা মাস্ক পরে বের হলেও সমাবেশে উপস্থিত হয়ে সেটি খুলে ফেলতে দেখা যায় তাকে।গত ১ মাসে দুইজন স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছেন এই লকডাউন বিরোধী প্রেসিডেন্ট।এসব কর্মকাণ্ডের দরুণ বিশ্বে বেশ সমালোচিত হচ্ছেন তিনি।তথ্যসূত্র: ফ্রান্স২৪, জিনহুয়া নেট, টাইমস অব ইন্ডিয়া।

ডিটেকটিভ/৩০ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর