October 8, 2024, 1:34 am

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

মহামারী মরন ব্যাধী করোনা কেড়ে নিল নিউইয়র্ক পুলিশের ৩৭ সদস্যের প্রাণ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য পুলিশ বিভাগের আরও দুই সদস্য মারা গেছেন।তারা হলেন- নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রধান প্রশাসনিক সহযোগী জোসেফাইন হিল ও অপরজন ট্রাফিক বিভাগে কাজ করা মোহাম্মদ আহসান।স্থানীয় সময় ২৬ এপ্রিল ২০২০ ইং তারিখ রোববার হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।এ নিয়ে রাজ্যটির পুলিশ বিভাগের ৩৭ সদস্যের মৃত্যু হলো।যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।জোসেফাইন হিল ৩৩ বছর নিউইয়র্ক পুলিশে কাজ করেছেন। আর আহসান নিউইয়র্ক পুলিশে কাজ করেছেন ১৫ বছর। তারা দুজনই নিউইয়র্ক পুলিশ বিভাগের পরিবহন ব্যুরোর সদস্য ছিলেন।যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের মূল কেন্দ্র নিউইয়র্কে পুলিশ বিভাগের চার হাজার ৮৩৭ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।২৫ এপ্রিল ২০২০ ইং তারিখ শনিবার পর্যন্ত নিউইয়র্ক পুলিশের পোশাকধারী সদস্যদের ৮ দশমিক ৮ শতাংশ বা তিন হাজার ১৬৬ সদস্য করোনায় আক্রান্ত ছিলেন। এর আগে এ হার ছিল ১৯ দশমিক ৮ শতাংশ।২৬ এপ্রিল ২০২০ ইং তারিখ রোববার করোনামুক্ত হয়ে কাজে ফিরেছেন নিউইয়র্ক পুলিশের তিন হাজার ৫৩০ সদস্য। তবে ৯৫৩ করোনা আক্রান্ত পোশাকধারী পুলিশ সদস্য এখনও চিকিৎসাধীন। এ ছাড়া নিউইয়র্ক পুলিশের ৩১৭ বেসামরিক সদস্যও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।প্রসঙ্গত বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। লাশের সারি দীর্ঘ হতে হতে দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মৃত্যুর সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।করোনায় প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৬৫১ জন।অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪ হাজার ২৫৬ জনের। ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৮ হাজার ১৬২ জন। তবে ১৫ হাজার ১১০ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ এপ্রিল ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর