শামীম আলম,জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জড়িয়ে স্ট্যাম্পের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হাসান (২১) নামে ওই যুবকের বাড়ি শহরের পাথালিয়া গুয়াবাড়িয়া এলাকায়, তার পিতার নাম আনিসুর রহমান।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, শনিবার দুপুরে শহরের পাথালিয়া গুয়াবাড়িয়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হাসান ও হৃদয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাসানকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করে হৃদয়। পরে স্থানীয়রা হাসান গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়, সেখানেই চিকৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাসানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রাইভেট ডিটেকটিভ/২১ মার্চ ২০২০/ইকবাল