মোঃ জাবিউর আলম হিমু,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিক্ষার পাশাপাশি ক্রিড়া মানুষকে সুন্দর ও সুস্থ থাকতে সহায়তা করে। শীতকালী আন্ত: স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ক্রিড়া প্রতিযোগিতায় এবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় থেকে হাইজাম খেলায় দশম শ্রেণীর ছাত্র মোঃ বুলবুল ইসলাম জাতীয় পর্যায়ে চাম্পিয়ান এর গৌরব অর্জন করে বিদ্যালয়ের সুনাম বয়ে এনেছে। এছাড়াও জেলা পর্যায়ে ব্যাডমিন্টন খেলায় শিক্ষার্থী মোঃ রাহাদ ও স্বরন রানার্সআপ, মেয়েদের দৌউরে মোছাঃ ফারজানা আক্তার ও ফারহানা চাম্পিয়ান এবং ছেলেদের দৌউরে নাইম ও বুলবুল ইসলাম চাম্পিয়ান এর গৌরব অর্জন করে, রাজশাহী বিভাগে ক্রিয়া প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ পায়। গুজিয়া উচ্চ- বিদ্যালয় থেকে এ ধরনের সুনাম বয়ে আনায় অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটি, ও শিক্ষক মন্ডলীসহ সংশ্লিষ্ট সকলকে এলাকাবাসি অভিন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
প্রাইভেট ডিটেকটিভ/০১ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল