October 8, 2024, 10:47 pm

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

তড়িঘড়ি নেই আমার মধ্যে: লিজা

তড়িঘড়ি নেই আমার মধ্যে: লিজা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

গেল বছরের সব গ্লানি, কষ্ট, অপ্রাপ্তি ভুলে নতুন করে জীবন শুরু করার প্রত্যয় নিয়ে সবাই শুরু করেন নতুন বছর। তারকারাও তার ব্যতিক্রম নয়। তারা নিজেদের মতো করে নতুন বছরকে বরণ করে নিয়েছেন। এরমধ্যে চলতি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজাও পিছিয়ে নেই। গানে গানেই নিজের নতুন বছর শুরু করেছেন তিনি। থার্টি ফার্স্ট নাইটে এনটিভিতে লাইভ অনুষ্ঠানে গান গেয়েছেন।

সব মিলিয়ে বেশ ভালোভাবেই শুরু করেছেন ২০১৮। বছরের প্রথম চারটি দিন কেমন কাটলো? উত্তরে লিজা বলেন, বেশ ভালো কেটেছে। বলতে পারেন গানে গানে কেটেছে। কারণ, এখন টানা শো চলছে। শো করেছি, রেকর্ড করেছি। আমি শিল্পী হিসেবে এমন একটা শুরুই চেয়েছিলাম। আশা করছি পুরো বছরটাই এমন ভালো কাটবে। কী গান রেকর্ডিং হলো? লিজা বলেন, বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারির এক তারিখ একটি নতুন গান রেকর্ড করলাম। তবে এটি চলচ্চিত্র কিংবা অ্যালবামের গান নয়। এটি করেছি আনজাম মাসুদ ভাইয়ের ‘পরিবর্তন’ ম্যাগাজিনের জন্য। গানটির নাম ‘মন উচাটন’। জাহিদ আকবরের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। সব মিলিয়ে বেশ ভালো একটি কাজ হয়েছে। কথা ও সুর আমার মনে ধরেছে। আশা করছি এটি ‘পরিবর্তন’-এর দর্শকদেরও ভালো লাগবে। নতুন বছরের প্রত্যাশা কী? লিজা বলেন, প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে মিল খুব কম হয়। তবে আমি জীবনে অনেক কিছু পেয়েছি। ক্লোজআপ ওয়ানের চ্যাম্পিয়ন হয়েছি মানুষের ভালোবাসার কারণে। এরপর গান করে যাচ্ছি নিয়মিত। শ্রোতারা চাচ্ছেন বলেই তো গান করতে পারছি। তাদের জন্যই আমি আজকের লিজা। সেদিক থেকে ছোট জীবনে প্রাপ্তি কম নয়। তবে প্রত্যাশা তো থাকেই নতুন বছরে। এ বছর ভালো ভালো গান করতে চাই। এমন কিছু কাজ করতে চাই, যেগুলো মানুষ অনেক দিন মনে রাখবে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। সর্বশেষ আপনার ‘ভালোবাসি বলা হয়ে যাক’ গানটি প্রকাশ হয়েছিল গত বছর। সেটির সাড়া কেমন মিলেছে? লিজা বলেন, আসলে আমি গানটি বাণিজ্যিক দিকের কথা মাথায় রেখে করিনি। আমার নিজের খুব পছন্দের কথা ও সুর দিয়ে এটি করেছি। এর ভিডিও করেছে প্রেক্ষাগৃহ। মডেল হিসেবেও আমি কাজ করেছি। সব মিলিয়ে যে সাড়া মিলেছে তাতে আমি সন্তুষ্ট। এটি আসলে দীর্ঘদিন বেঁচে থাকার মতো একটি গান। তাহলে নতুন গান কবে নাগাদ আসবে? উত্তরে লিজা বলেন, আমার মধ্যে তড়িঘড়ি নেই। আমি এখন শো নিয়ে ব্যস্ত রয়েছি। খুব বেশি সময় হয়নি ‘ভালোবাসি বলা হয়ে যাক’ গানটি প্রকাশ হয়েছে। তবে এরইমধ্যে পরিকল্পনা শুরু করছি নতুন গানের। কথা-সুর নির্বাচনের পর রেকর্ডিংয়ে যাবো। আশা করছি ভালোবাসা দিবসে অথবা পহেলা বৈশাখে নতুন গান শ্রোতা-দর্শকদের হাতে তুলে দিতে পারবো। এ সময়ে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? লিজা বলেন, বেশ ভালো। যে যার ইচ্ছেমতো গান প্রকাশ করতে পারছে। আমার আগের গানটি সিএমভি থেকে প্রকাশ হয়েছে। আবার কোম্পানিকে স্বত্ব না দিয়ে নিজের কাছে রেখেও গান প্রকাশ করা যাচ্ছে। আর এখন তো অ্যালবাম হচ্ছে না। এক অ্যালবামের সব গান আসলে কেউ শুনে না। কারণ সব গানের প্রচারণা একরকম হয় না। তাই সবাই সিঙ্গেল করছে। আমি নিজেও সিঙ্গেল করবো সামনে। আমার মনে হয় ইন্ডাস্ট্রি এখন ভালোর দিকেই আছে। বিয়ের খবর কী? কবে নাগাদ শোনা যাবে সুখবর? লিজা হেসে বলেন, এটাতো সৃষ্টিকর্তার ওপর নির্ভর করে। আমি আসলে সময় পাচ্ছি না এসব নিয়ে ভাবার। ব্যস্ততা কমুক, তারপর চিন্তা করবো।

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর