October 9, 2024, 4:20 am

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

রাজ্যসভার প্রাক্তন সাংসদ শচীন টেন্ডুলকারের নিরাপত্তা তুলে নিলো মহারাষ্ট্র সরকার,বাড়ালো মুখ্যমন্ত্রীর ছেলের নিরাপত্তা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

শচীন টেন্ডুলকার ও আদিত্য ঠাকরে। ছবি: সংগৃহীত

রাজ্যসভার প্রাক্তন সাংসদ শচীন টেন্ডুলকারের নিরাপত্তা তুলে নিলো মহারাষ্ট্র সরকার। এতোদিন ‘এক্স ক্যাটাগরির নিরাপত্তা’ পেতেন শচীন। তবে বাড়ির বাইরে গেলে টেন্ডুলকারকে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে। অন্যদিকে এতোদিন ‘ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা’ পাওয়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন।সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এক্স ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থায় শচীনকে সর্বক্ষণ এক পুলিশকর্মী পাহাড়া দিতেন। অন্যদিকে, জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-পুত্র তথা শিবসেনা বিধায়ক আদিত্য ঠাকরে।এছাড়া, এনসিপি প্রধান শরদ পাওয়ারের নিরাপত্তা অপরিবর্তিত রাখা হয়েছে। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তাই বহাল থাকছে পাওয়ারের জন্য। জেড ক্যাটাগরি নিরাপত্তা পাচ্ছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শরদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ার।সমাজকর্মী অন্না হাজারের নিরাপত্তা কমানো হয়েছে। জেড ক্যাটাগরি থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন অন্না হাজারে। উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নায়েকের নিরাপত্তা কমিয়ে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রাক্তন দুই বিজেপি মন্ত্রী একান্ত খাড়সে ও রাম শইন্ডের নিরাপত্তাও কমানো হয়েছে।শোনা যাচ্ছে, আইনজীবী উজ্জ্বল নিকমের নিরাপত্তাও কমানো হয়েছে। আগে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন তিনি। এখন থেকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাবেন ওই আইনজীবী।

প্রাইভেট ডিটেকটিভ/২৬ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর