December 23, 2024, 10:44 pm

সংবাদ শিরোনাম
ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম

আমিও কলেজ জীবনে নাটকে নায়কে নায়কের অভিনয় করেছি, গান গেয়েছি – সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিম

আমিও কলেজ জীবনে নাটকে নায়কে নায়কের অভিনয় করেছি, গান গেয়েছি – সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিম
মোঃ ইকবাল হাসান সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি


বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পাবনা এ্যাডওয়ার্ড কলেজের লেখাপড়ার করার সময় আমিও একবার নাটকে অভিনয় করেছি তাও আবার নায়কের চরিত্রে। আমি গানও গেয়েছি। এ কথা কি এখন বিশ্বাস করবে কেউ।
তিনি এ সময় বলেন পরে  অবশ্য রাজনীতিতে এসে রাজপথে মিশিল আর জেল জুলুমের মধ্যে দিয়ে সৃজনশীল প্রতিভা নষ্ট হয়ে গেছে।
তিনি আরো বলেন,জাতির জনক বঙ্গবন্ধু কবিতা আবৃত্তি করতেন,রবীন্দ্র সঙ্গীত করতেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্দ্রী শেখ হাসিনা এখনো প্রবন্ধ লেখেন,কবিতা লেখেন আবৃত্তি করেন। সাংস্কৃতিকে আমরা পছন্দ করি। বাংলাদেশের আবহমান সংস্কৃতি আমাদের টিকিয়ে রাখতে হবে। তিনি এ সময় জাতীয় রাজনীতির কথা উল্লেখ করে বলেন,বর্তমান সরকারে অধীনে নির্বাচন সুষ্ঠ হচ্ছে বলেই বিএনপি ভোট পাচ্ছে।
ভোটে একজন জিতবে আরেকজন হারবে। পরাজিতদের পরাজয় মেনে নিতে হবে। রংপুর সিটি নির্বাচনে আমরা পরাজয় মেনে নিয়েছি। তিনি কয়েকটি নির্বাচনের কখা উল্লেখ করে বলেন, এই সব নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্ধিতা করেছে। তিনি এমপি ও দলীয় নেতাদের সতর্ক হওয়ার আহবান জানিয়ে বলেন নির্বাচনে বিএনপি ভোট পাচ্ছ তাই সতর্ক হয়ে কাজ করতে বর্তমানে সরকার যে করছে উন্নয়ন করছে তা জনগনের সামনে তুলে ধরতে হবে। তাদের মন জয় করে ভোট নিতে হবে।
গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে নাট্যধারের সপ্তাহব্যাপী উৎসব উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এর আগে তিনি মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে সপ্তাহব্যাপী নাট্যাধার নাট্য উৎসব শুভ উদ্ধোধন করেন। নাট্য উৎসব উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এমপি,সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শাহীনুর রহমান তালুকদার,সিভিল সার্জন ডাঃমোঃ মাসুদ হোসেন। অনুষ্ঠানে সাংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য নাট্যাধার গুনীজন পদক প্রদান করা হয় ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা প্রবীন আওয়ামীলীগ নেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন রতুকে। স্বাগত বক্তব্য রাখেন নাট্যাধারের সভাপতি ও জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন,অনুষ্ঠান পরিচালনা করেন নাট্যাধারের সাধারন সম্পাদক সঞ্জীব সরকার। উদ্ধোধনী দিনে আয়োজক দল নাট্যাধার মঞ্চায়ন করে মীর মোশারফ হোসেনের বিষাদ সিন্ধু উপন্যাস অবলম্ভনে অতঃপর বিষাদ সিন্ধু নাটক। নাটকটি নাট্যরুপ ও নির্দেশনা দিয়েছেন শাহীন রহমান। উৎসবে দেশের বিভিন্ন জেলার নাট্য দল নাটক মঞ্চায়ন করবে। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই নাট্য উৎসব শেষ হবে ৩ জানুয়ারী । তবে উদ্ধোধনী অনুষ্ঠানে শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলেই অন্যান্যদিন নাটক ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সকালে নাট্য উৎসব উপলক্ষে বর্ণাঢ শোভাযাএা অনুষ্ঠিত হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর