January 18, 2025, 8:09 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

বাংলাদেশের সিনেমায় কলকাতার মডেল শুভশ্রী

বাংলাদেশের সিনেমায় কলকাতার মডেল শুভশ্রী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

পরিচালক শামিম আহমেদ রনির নতুন ছবির নাম ‘বিক্ষোভ’। শুরুতে প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া থেকে জানানো হয়, এ ছবিতে নায়ক হিসেবে শান্ত খান এবং নায়িকা হিসেবে অভিনয় করবেন কলকাতার শ্রাবন্তী। তবে এখন জানা গেল ভিন্ন কথা। ছবির পরিচালক জানালেন, শ্রাবন্তী মূলত এ ছবি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। আর মূল নায়িকা হচ্ছেন কলকাতার মডেল-অভিনেত্রী শুভশ্রী কর। ছবির গল্পের বিষয়ে জানা যায়, একটি কলেজের ছাত্র হিসেবে দেখা যাবে নায়ক শান্তকে। একই কলেজের ছাত্রী শুভশ্রী। আর কলেজের শিক্ষক চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী। নিরাপদ সড়কের জন্য ছাত্রদের আন্দোলন নিয়ে তৈরি হচ্ছে ছবির গল্প। শুভশ্রী কর বর্ধমানের মেয়ে। কলকাতায় মডেল হিসেবে তিনি বেশ পরিচিত। ‘এবার জমবে মজা’, ‘মুখোশের আড়ালে’ আর ‘ঝরা পালক’ নামে তিনটি ছবিতে অভিনয় করেছেন তিনি। দুটি ছবি আগেই মুক্তি পেয়েছে, তবে ‘ঝরা পালক’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। শুভশ্রী এখন ঢাকায় ‘বিক্ষোভ’ ছবির শুটিং করছেন। তিনি বলেন, বাংলাদেশের ছবিতে প্রথমবার কাজ করছি। বেশ ভালো লাগছে। মূলত এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ফেসবুক পেজে নতুন নায়িকা আহ্বান করে। তখনই আবেদন করেছি। পরে পরিচালকের মাধ্যমে ছবিটিতে কাজের সুযোগ পাই। ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত এ ছবির শুটিং হবে বাংলাদেশে। এরপর ভারতের হায়দরাবাদে ছবির বাকি কাজ হবার কথা রয়েছে। এদিকে বাংলাদেশের ছবিতে প্রথমবার শুভশ্রী কর অভিনয় করলেও সম্প্রতি বাংলাদেশে জুয়েল মোর্শেদের গাওয়া একটি গানে ইমরানের বিপরীতে মডেল হন তিনি। ‘বিক্ষোভ’ ছবিতে আরো অভিনয় করছেন বাংলাদেশের সাদেক বাচ্চু, ডন আর ভারতের রজতাভ দত্ত, রাহুল দেব প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর