January 18, 2025, 8:02 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

ঘরের বাইরে যেতে চান না বুবলী

ঘরের বাইরে যেতে চান না বুবলী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

শুটিংয়ের বাইরে কোথাও খুব একটা দেখা যায় না চিত্রনায়িকা শবনম বুবলীকে। অবশ্য তিনি নিজেই স্বীকার করলেন যে তিনি অন্যান্যের চেয়ে আলাদা স্বভাবের। বলতে গেলে ঘরকুনো মেয়ে। সম্প্রতি শাহিন সুমনের ‘একটু প্রেম দরকার’ নামে নতুন ছবির ডাবিং শেষ করেছেন তিনি। এখন ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। বুবলী বলেন, আমি এমনিতেই কম কাজ করি। পরবর্তী ছবি ‘বীর’ এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামি মাসে ছবির কাজটি শুরু করার কথা রয়েছে। বর্তমানে বাসাতেই রয়েছি। আমি একটু ঘরকুনো মানুষ। কাজ না থাকলে বাসায় টিভি দেখে ও বই পড়ে সময় কেটে যায়। কয়েকদিন আগে ‘একটু প্রেম দরকার’ ছবির ডাবিং শেষ করলাম। আগামি মাসে ছবিটি সেন্সরে যাবে বলে জেনেছি। শাপলা মিডিয়ার প্রযোজনায় এ ছবিতে বুবলীর নায়ক ঢালিউড কিং শাকিব খান। ছবিতে মৃদুলা নামে নতুন আরেকজন নায়িকা রয়েছে। ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ। উল্লেখ্য, সবশেষ কোরবানির ঈদে জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবিতে দর্শকরা বুবলীকে দেখেছেন। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর