December 23, 2024, 9:52 pm

সংবাদ শিরোনাম
ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম

বনপাড়া পৌর নির্বাচন; মাধ্যমিক পার হয়নি ৩৭ প্রার্থীর

বনপাড়া পৌর নির্বাচন; মাধ্যমিক পার হয়নি ৩৭ প্রার্থীর

ক্রাইম রিপোর্টার

বনপাড়া পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ৬১ প্রার্থীর মধ্যে ৩৭ জনই মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি। প্রথম শ্রেণীর এ পৌরসভার কাউন্সিলর প্রার্থীদের মধ্যে শুধুমাত্র ১০ নং ওয়ার্ডের আতাউর রহমান ও মাসুদ উর রহমান এবং ৭ নং ওয়ার্ডের আব্দুল্লাহ আল মামুন মাষ্টার্স পাস।
এছাড়া কামিল পাশ রয়েছেন তিনজন।
প্রার্থীদের হলফনামা সূত্রে জানা যায়, নির্বাচনে সাধারণ ওয়ার্ডে ৪৮ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ১২ জন স্বাক্ষরজ্ঞান সম্পন্ন। এছাড়া স্বশিক্ষিত রয়েছেন আটজন। ৮ম শ্রেণী উত্তীর্ণ প্রার্থী ১৭ জন। ১০ জন এসএসসি ও ৬ জন এইচএসসি পাস। আর স্নাতক পাশ মাত্র দুই জন। সংরক্ষিত নারী ওয়ার্ডে চারজন ছাড়া কেউই এসএসসির গণ্ডি পেরোতে পারেননি।
১ নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম স্নাতক, অন্য দুজন মাধ্যমিকের নীচে।
২ নং ওয়ার্ডে আতাউর রহমান মৃধা এসএসসি পাশ, অন্য দুজন ৮ম শ্রেণী ও একজন স্বাক্ষরজ্ঞান। ৩ নং ওয়ার্ডে আব্দুল মজিদ কামিল ও ঈমান আলী এসএসসি পাশ, অন্য দুজন স্বশিক্ষিত, ৪ নং ওয়ার্ডের জিয়াউর রহমান এসএসসি, আসলাম হোসাইন স্বাক্ষরজ্ঞান, ৫ নং ওয়ার্ডের আশরাফুল আলম ও মিজানুর রহমান কামিল, জহিরউদ্দিন এইচএসসি পাশ। ৬ নং ওয়ার্ডে মোস্তাফিজুর এইচএসসি, সাইফুল ইসলাম এসএসসি। ৭ নং ওয়ার্ডে আব্দুল্লাহ আল মামুন এমএ, একজন এইচএসসি ও একজন এসএসসি, অন্য পাঁচজন মাধ্যমিকের নীচে।
৮ নং ওয়ার্ডে সিদ্দিকুর রহমান ছাড়া কেউ এসএসসি পাস করেননি। ৯ নং ওয়ার্ডে মোহিত কুমার সরকার ছাড়া অন্য দুজন স্বাক্ষরজ্ঞান। ১০ নং ওয়ার্ডে দুজন স্নাতকোত্তর ও একজন এসএসসি পাস। অন্য তিনজনের কেউ মাধ্যমিক পর্যন্ত পৌঁছতে পারেনি। ১১ নং ওয়ার্ডে একজন এসএসসি ও দুজন ৮ম শ্রেণী। ১২ নং ওয়ার্ডে পাঁচ জন ৮ম শ্রেণী ও একজন স্বাক্ষরজ্ঞান। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১ নং ওয়ার্ডে তিনজনের মধ্যে একজন এইচএসসি, একজন এসএসসি ও একজন ৮ম শ্রেণী পাশ। ২ নং ওয়ার্ডে মোছাঃ শরিফুন্নেসা স্নাতক, অন্য একজন এইচএসসি ও একজন স্বাক্ষরজ্ঞান সম্পন্ন। ৩ নং ওয়ার্ডের চারজনের কেউই মাধ্যমিক পর্যন্ত পৌঁছতে পারেননি। ৪ নং ওয়ার্ডে নমিতা গমেজ ছাড়া অন্য দুজন এসএসসি পাশ করেননি।
৫ নং ওয়ার্ডের বাসিন্দা কলেজ শিক্ষক নাজমুল ইসলাম বলেন, নাগরিকবান্ধব আধুনিক পৌরসভা গঠন ও স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে নির্বাচনে উচ্চ শিক্ষিত প্রার্থীদের এগিয়ে আসা উচিৎ। অন্যথায় প্রকৃত নাগরিক সুবিধা থেকে শহরবাসী বঞ্চিত হবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর