January 18, 2025, 3:07 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

কঙ্গনা এত সস্তা শাড়ি পরেন!

কঙ্গনা এত সস্তা শাড়ি পরেন!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

তারকারা সাধারণত দামি ব্র্যান্ডের পোশাক-আশাক পরবেন, এটাই তো স্বাভাবিক। প্রায়ই তাঁরা লাখ লাখ টাকার খরুচে সাজ করে শিরোনাম হন। অনেক সময় তো পায়ের স্যান্ডেল জোড়ার দাম শুনেই পিলে চমকে যায় সাধারণের। কিন্তু এবার উল্টো পথে হাঁটলেন ‘ঠোঁটকাটা’ বলে সুপরিচিত কঙ্গনা রানাউত। একদম সস্তা শাড়ি পরলেন বলিউড কুইন! হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সম্প্রতি কঙ্গনা রানাউত একটি সাধারণ সুতির শাড়ি পরে বেরিয়েছিলেন। দাম মাত্র ৬০০ রুপি। হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, কঙ্গনা সাধারণত যেসব পোশাক পরেন, সেগুলো অনেক দামি। কিন্তু এবার এত সস্তা শাড়ি পরেও তাঁকে দারুণ দেখাচ্ছিল। শাড়ির ওপর কালো ব্লেজার জড়িয়েছিলেন। ম্যাচ করে নিয়েছিলেন প্রাডা ব্যাগ। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এ খবর জানিয়েছেন কঙ্গনার বোন রঙ্গলি চান্দেল। ক্যাপশনে জানিয়েছেন, জয়পুরে যাওয়ার সময় কঙ্গনা ওই ৬০০ রুপি দামের শাড়ি পরেছিলেন। শাড়িটি কলকাতা থেকে কিনেছেন কঙ্গনা। রঙ্গলি আরো বলেন, এত সুন্দর সুতির শাড়ির দাম এত কম। অল্প আয়ের জন্য কী পরিশ্রমই না করেন এর কারিগররা। রঙ্গলি সর্বসাধারণের উদ্দেশে বলেন, বিদেশি পোশাক কেনার আগে ভক্তরা যেন দেশি পোশাক কেনেন ও পরিধান করেন। গত ২৬ জুলাই মুক্তি পায় কঙ্গনার ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’। সহ-অভিনেতা ছিলেন রাজকুমার রাও। যদিও বক্স অফিসে তেমন ভালো করতে পারেনি। আগামীতে তাঁকে ‘পাঙ্গা’ ও ‘ধাকাড়’ ছবিতে দেখা যাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর