September 8, 2024, 8:12 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

জামালপুরে নাসিং ইনিস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ, ফার্মাসিস্ট ও ২ পিয়ন প্রত্যাহার

শামীম আলম , জামালপুর থেকে ঃ

জামালপুরে শিক্ষানবীশ নার্সদের সাথে অশোভন আচরণ করায় বিক্ষোভ করেছে জামালপুর নার্সিং ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত ফার্মাসিস্ট ও দুই পিয়নকে সাময়িক প্রত্যাহার করা হয়।জানা যায়, শনিবার জামালপুর জেনারেল হাসপাতালের ফার্মেসিতে ওষুধ আনতে গেলে ৩য় বর্ষের শিক্ষার্থী তানজিনা ও ২য় বর্ষের শিক্ষার্থী আমেনা আক্তার নামে দুই শিক্ষার্থীর সাথে অশোভন আচরণ করেন ফার্মাসিস্ট মোবারক হোসেন, পিয়ন মাজাহারুল ইসলাম মনির ও শ্যামল। এ ঘটনায় বিচার না পেয়ে নাসিং ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা ক্ষুব্দ হয়ে রবিবার বেলা ১১ টার দিকে হাসপাতালের ৮ নং কক্ষের জানালা ভাংচুর করে। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসপাতালের সহকারি পরিচালক ডা: প্রফুল্ল কুমার সাহা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ^াস দিলে পরিস্থিতি শান্ত হয়। জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো. শফিকুজ্জামান জানান, ঘটনা তদন্তে সিনিয়র কনসালটেন্ট ডা: মো. কামরুজ্জামানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও অভিযুক্ত ফার্মাসিস্ট মোবারক হোসেন, পিয়ন মাজাহারুল ইসলাম মনির ও শ্যামলকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর