‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ প্রধান অতিথি খালেদা জিয়া
ডিটেকটিভ নিউজ ডেস্ক
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীর সেনানীদের অংশগ্রহণে রোববার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’র আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।