September 8, 2024, 8:26 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

শেরপুরে জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনসহ ৫ ডেঙ্গু রোগী সনাক্ত

মোশাররফ হোসেন, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসা ৩ ডেঙ্গু আক্রান্ত।এছাড়াও শেরপুরের একটি বেসরকারি প্যাথলজিতে আরো ২ জন ডেঙ্গু পজিটিভ সনাক্ত হয়েছেন।সদর হাসপাতালে ৩ জনই ঢাকা থেকে জ¦রে আক্রান্ত হয়ে শেরপুর সদর হাসপাতালে ভর্তি হলে রক্ত পরীক্ষায় তাদের ডেঙ্গু পজিটিভ হিসাবে সনাক্ত করা হয়। এছাড়াও শেরপুরের একটি বেসরকারি প্যাথলজি ল্যাবেও ডেঙ্গু পরীক্ষায় ২ জনকে পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছে ল্যাবটির কর্তৃপক্ষ। তবে তারা কোথাও চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি।এদিকে শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে শুধু ডিভাইসের মাধ্যমে ডেঙ্গুর এন্টিবডি পজিটিভ কিনা তা পরীক্ষা সম্ভব হয়। কিন্তু পরবর্তী পরীক্ষাগুলোর সুবিধা জেলা হাসপাতালটিতে নেই।তবে হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক খাইরুল ইসলাম সুমন জানান, তারা ডেঙ্গু বিষয়ে সতর্ক রয়েছেন। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা বিছানার ব্যবস্থাও করা হচ্ছে।এদিকে জেলা হাসপাতালে ডেঙ্গু রোগী রয়েছে এমন খবরে জেলা শহরের আতংকের সৃষ্টি হয়েছে। তারা পৌর কর্তৃপক্ষকে দ্রুত মশক নিধন কার্যক্রম শুরু করার অনুরোধ জানিয়েছেন।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর