October 10, 2024, 4:21 pm

সংবাদ শিরোনাম
বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি

দক্ষিণ কোরিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন কিম জং-উন

দক্ষিণ কোরিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন কিম জং-উন

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

দুই কোরিয়ার মধ্যে যখন শান্তি আলোচনা চলছে তখন আমেরিকার কাছে থেকে অত্যাধুনিক সমরাস্ত্র কেনার ব্যাপারে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়াকে দ্বৈত নীতি পরিহার করতে হবে।

উত্তর কোরিয়া গত (বৃহ্স্পতিবার) দু’টি নয়া স্বল্প-পাল্লার গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ওই পরীক্ষা সরাসরি পর্যবেক্ষণের সময় কিম ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

কিম জং-উন গতমাসে দুই কোরিয়ার সীমান্তবর্তী বেসামরিক অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরল সাক্ষাতের পর এই প্রথম উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।ওই সাক্ষাতে দুই নেতা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে আবার আলোচনা শুরু করতে সম্মত হন।

উত্তর কোরিয়ার নেতা বৃহস্পতিবার আরো বলেন, যখন দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আমাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করা হচ্ছে তখন নিরবচ্ছিন্নভাবে অত্যন্ত-শক্তিশালী সমরাস্ত্র তৈরি করা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই।

এ সময় কিম জং-উন আমেরিকা বা ট্রাম্পের নাম উল্লেখ না করে ওয়াশিংটনের সঙ্গে যৌথ মহড়া চালিয়ে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার তীব্র সমালোচনা করেন।তিনি তার ভাষায় এ ধরনের ‘আত্মঘাতী কাজ’ বন্ধ করার জন্য দক্ষিণ কোরিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার সতর্কতা উপেক্ষা করলে সিউলকে ‘পরিণতি’ ভোগ করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর