রংপুরের নির্বাচন সুষ্ঠু হলেও ইসির প্রতি আস্থা তৈরি হয়নি : ফখরুল
ডিটেকটিভ নিউজ ডেস্ক
রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আস্থা সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন। রংপুর সিটি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমি তো বলছি, নির্বাচনটা মোর অর লেস (কমবেশি) অ্যাকসেপটেবল (গ্রহণযোগ্য)। ওভারঅল (সার্বিক) বিষয় যেটা ছিল, সেটা হচ্ছে নির্বাচনটা মোর অর লেস পিসফুল (শান্তিপূর্ণ) হয়েছে। বিএনপির মহাসচিব আরো বলেন, নির্বাচন কমিশনের ওপর আমাদের কোনো আস্থা নেই। এটা আমরা প্রথম থেকেই বলে আসছি। রংপুর নির্বাচনে যত ভালোই করুক। কারণ, নির্বাচন কমিশনের গঠন প্রণালিটাই হচ্ছে ভুল। একটা বড় নির্বাচন হলেই বোঝা যাবে, নির্বাচন কমিশন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। গত বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ব্যবধানে মেয়র পদে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট। মোস্তফার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। অন্যদিকে বিএনপিদলীয় প্রার্থী কাওছার জামান বাবলা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট।