মুন্সীগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ: পুলিশের লাঠিচার্জ, আহত ১০
ডিটেকটিভ নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিজয় দিবসে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ ১০ জন আহত হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেদেয় এবং ৫ জনকে আটক করে। গত শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয় কাঠপট্টি রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজদিখান থানা পরিদর্শক (অপারেশন) গাজি সালাউদ্দিন ও ভোরের ডাক পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিরাজদিখান বিএনপি সভাপতি আবদুল কুদ্দুস ধীরণ জানান, সকালে আমরা উপজেলা শহীদ মিণারে ফুল দিয়ে এরপর র্যালী করি। পরে বিজয় দিবসের আলোচনা সভা চলাকালে আব্দুল্লাহ গ্রুপ এসে ঝামেলা সৃষ্টি করে। সে এমপি নমিনেশন প্রার্থী গ্রুপ হিসেবে পরিচিত। পরে পুলিশ এসে লাঠিচার্জ করলে থানা জাসাস নেতা সাইফুল ও থানা যুবদল নেতা নাদিমসহ ৪-৫ জন আহত হয় এবং তাদের পুলিশ আটক করে। বিএনপিতে অনৈক্য থাকতে পারে না, আমি এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।
আব্দুল্লাহ গ্রুপের ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক অহিদুল ইসলাম জানান, থাানা কার্যালয়ে আমরা উপস্থিত হলে তারা আমাদের বাজে মন্তব্য করে এরপর হাতাহাতির সৃষ্টি হয়। কয়েকজন আহত হয়। পুলিশ লাঠিচার্জ করে কয়েকজনকে আটক করে।
সিরাজদিখান থানা পরিদর্শক (অপারেশন) গাজি সালাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা তাদের ছত্রভঙ্গ করি। ৫ জনকে ধরে এনেছি। পরিস্থিতি ঠিক থাকলে ওসি সাহেবের মাধ্যমে এসপি স্যারের সাথে কথা বলে আটকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে। তারা আমাদের হামলা করে নাই তারা জিরাই মারামারি করছিল। পরিস্থিতি নিযন্ত্রণে আনতে গিয়ে স’মিলের কাঠের সাথে পায়ে ব্যাথা পাই।