শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারা সম্মানিত হন: মির্জা আজম
ডিটেকটিভ নিউজ ডেস্ক
পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধারা সম্মানিত হন। দেশের মানুষ ভাল থাকেন। গতকাল শুক্রবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রতিমন্ত্রী দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেনের সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন- মাদারগঞ্জ উপজেলার চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।