গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাজমুলের গণসংযোগ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলেছেন, যারা বঙ্গবন্ধুর আর্দশকে পুজি করে আওয়ামীগের নামে জনগণ তথা দেশের সম্পদ লূন্ঠন ও দলের ক্ষতি করছে তারা কোন দিন আওয়ামী লীগের মনোনয়ন পাবে না। বাংলাদেশ আওয়ামী লীগের গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ করেছেন। গতকাল বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজাবিরাট হাটে গণসংযোগ চলাকালে এক পথ সভায় উপরোক্ত কথাগুলো বলেছেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাজমুল ইসলাম লিটন। রাজাবিরাট স্কুলমাঠে প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে উক্ত পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মতিন মোল্লা, কমরেড রফিকুল ইসলাম রফিক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দ, সাংগাঠনিক সম্পাদক যথাক্রমে সাইফুল ইসলাম ও রুহুল আমিন রোমান, তাতী লীগ উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মুরাদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ, মন্টু, সাদ্দাম, এনামুল হক ও সাহারুল ইসলাম প্রমূখ।