ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
তাইওয়ান মাস্টার্সে পিছিয়েছেন সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে ২৮তম স্থানে আছেন বাংলাদেশের এই গলফার।
প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ২৩তম স্থানে থাকা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে যৌথভাবে ১৯তম স্থানে উঠে এসেছিলেন।
তাইওয়ান গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শনিবার তৃতীয় রাউন্ডে একটি বার্ডি ও তিনটি বোগি করেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে খেলেছেন পারের চেয়ে দুই শট বেশি।
৮ লাখ ডলার প্রাইজমানির এই আসরে পারের চেয়ে নয় শট কম খেলে শীর্ষে আছেন ফিলিপিন্সের জুভিক পাগুনসান।