December 23, 2024, 1:43 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

নির্বাচনে বিএনপি অংশ নেবে কি নেবে না তার দায় সম্পূর্ণ তাদেরই: ওবায়দুল কাদের

নির্বাচনে বিএনপি অংশ নেবে কি নেবে না তার দায় সম্পূর্ণ তাদেরই: ওবায়দুল কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে কি নেবে না তার দায় সম্পূর্ণ তাদেরই। গতকাল মঙ্গলবার ইডেন কলেজের শিক্ষার্থী আঁখিমণির চিকিৎসার সার্বিক অবস্থা দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান ওবায়দুল কাদের। জন্ম থেকেই দুই পা বাঁকা এই শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, তাঁরা নির্বাচনে আসুক আমরা স্বাগত জানাই। কারণ নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। নির্বাচনে বিএনপি না এলে নির্বাচনের ট্রেন্ড তো বন্ধ থাকবে না, গণতন্ত্রও থেমে থাকবে না। এর আগে প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে শ্রদ্ধা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্টকে স্বাগত জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনই রাজনীতির সৌন্দর্য। দল আসবে, নতুন সমীকরণ হবে, নতুন মেরুকরণ হবে। এটা নতুন মেরুকরণ। একটা গণতান্ত্রিক জোট আসলে অবশ্যই স্বাগত জানাব। বি চৌধুরীর নেতৃত্বে আজকে যে জোট গঠিত হলো আমরা তাদের স্বাগত জানাই। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে চুক্তি ও তাদের পুনর্বাসনে প্রকল্প গ্রহণের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, প্রত্যাবাসন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এই সময়ের মধ্যে স্থানীয় অধিবাসীদের কল্যাণের কথা চিন্তা করেই পুনর্বাসনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র সদ্য প্রয়াত আনিসুল হকের শূন্যস্থান পূরণের নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রস্তুতি না থাকায় বিএনপি নেতারা নানা ধরনের কথা বলছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। প্রয়াত আনিসুল হকের লাশ দাফন হতে না হতেই ঢাকা উত্তর সিটিতে নির্বাচনের কথা বলাকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী ‘অশোভন’ আখ্যায়িত করার পরদিন গতকাল মঙ্গলবার সাংবাদিকদের কাছে তার বক্তব্যের এ প্রতিক্রিয়া দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কাদের বলেন, নিয়মনীতি উপেক্ষা করে নির্বাচন শুরু করে দেওয়ার জন্য উত্তর সিটি নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো তোড়জোড় এখানে নেই। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কেউ অযোগ্য ঘোষণা হলে বা কেউ মারা গেলে সে অবস্থায় তার আসন শূন্য ঘোষণা করতে হয়। এটার একটা নিয়ম নীতি আছে। নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী আসন শূন্য ঘোষণা করেছে; এখানে আওয়ামী লীগ বা সরকারতো কোনো প্রকার ইন্টারফেয়ারিং করছে না। এখানে সরকারের কিছু নেই। আর সরকারের এত তাড়াহুড়ো করারও দরকার নেই। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী চলবে। আমার মনে হয়, বিএনপির নির্বাচনের প্রস্তুতি নেই, সে কারণে তারা একথা বলছে। যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ নভেম্বর মারা যাওয়া ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের লাশ দেশে আসার পর গত ২ ডিসেম্বর তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদে আগামি ফেব্রুয়ারির মধ্যে ভোটের উদ্যোগ দেওয়া হচ্ছে বলে এরপর বিভিন্ন গণমাধ্যমে খবর বের হওয়ার মধ্যে গত সোমবার তার পদ শূন্য ঘোষণা করে গেজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেটের প্রক্রিয়া চলা মধ্যে গত সোমবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী উত্তরে এত তাড়াতাড়ি নির্বাচনের কথা বলাকে ‘অশোভন’ আখ্যা দনে। রিজভী বলেন, উনাকে (প্রয়াত আনিসুল হক) কেবল সমাহিত করা হয়েছে। এটা আমি মনে করি যে, এই মুহূর্তে তার লাশ দাফনের সাথে সাথে নির্বাচন…, কে কি করবেন- এটা আমি খুব একটা শোভন মনে করছি না। এরপর গতকাল মঙ্গলবার সকালে জাতীয় অর্থপেডিক হাসপাতালে ইডেন কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের অসুস্থ ছাত্রী আঁখি মনিকে দেখতে গিয়ে রিজভীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছু একটা আদায় করা যায় কিনা- এটা দেখার জন্যই বিএনপি নানা কথা বলছে বলে ভাষ্য ক্ষমতাসীন দলের এই নেতার। তবে উত্তর সিটিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ‘উইনেবল ক্যান্ডিডেট দেবে’ বলে জানান দলটির সাধারণ সম্পাদক। বিএনপির বিভিন্ন বক্তব্য-বিবৃতি বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তারা আসলে কখন যে কি বলে, এটা কেবল তারাই জানে। কেউ বলে যে কোনো পরিস্থিতিতে তারা নির্বাচনে যাবে। আবার বেগম জিয়ার যদি সাজা হয় তবে নির্বাচনে যাবে না- এমন কথাও তাদের কোনো কোনো নেতা বলে থাকে। আমার প্রশ্ন, জনগণের প্রশ্ন- কোন কথাটা সঠিক? যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে যাবে, না বেগম জিয়ার সাজা হলে যাবে না। সাজা হলে তো আদালত দিবে, আর এই মামলা তো ফখরুদ্দিন-মইনুদ্দিন সরকারের সময়। এই মামলা করার সাথে তো আমাদের কোন সম্পর্ক নেই, এই সরকারের কোন সম্পর্ক নেই। দুর্নীতির বিচারাধীন দুই মামলায় বারবার সময় নেওয়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন আদালতে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ এনে সেতুমন্ত্রী বলেন, ঠিক আছে এটা আদালত যদি তাকে সুযোগ দেয়, আমাদের কিছু বলার নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারিতে যেরকম নির্বাচন হয়েছে তা আওয়ামী লীগও চায়নি মন্তব্য করে কাদের বলেন, আজকে এটা শুনতে হয় যে, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এত জন, এটাতো আমরা চাইনি। যেহেতু বিএনপি নির্বাচনে আসেনি, সেজন্য সেখানে অন্য কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে; এটা নিয়ম, আইন অনুযায়ী সঠিক। এটাতো আমরা ইচ্ছে করে করিনি। নির্বাচনের ট্রেন এবারও বিএনপির জন্য থেমে থাকবে না মন্তব্য করে তিনি বলেন, বেগম জিয়াকে আমাদের নেত্রী গণভবনে পর্যন্ত ডিনারে আমন্ত্রণ করেছিলেন, তিনি আসেন নি। তিনি হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিয়েছেন, এটা তার দোষ। আর তিনি নির্বাচনে না এলে নির্বাচনের ট্রেন তো বন্ধ থাকবে না। গণতন্ত্রও থেমে থাকবে না। এতে গণতন্ত্রের কি দোষ। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, কক্সবাজারের উখিয়া-টেকনাফ এলাকায় স্থানীয় জনগণের থেকে রোহিঙ্গাদের সংখ্যা বেশি হয়ে গেছে। এ কারণে স্থানীয়দের উদ্বেগ বেড়েছে, প্রাকৃতিক ভারসাম্যও নষ্ট হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সময়সাপেক্ষ ব্যাপার মন্তব্য করে তিনি বলেন, প্রত্যাবাসনের বিষয়টা যতই বিলম্বিত হচ্ছে, স্থানীয় জনগণ ততই ধৈর্য্য হারা হচ্ছে। জনগণ আর ধৈর্য্য ধরতে পারছে না। তাদের ট্রলারেবল লেভেল অতিক্রম করে যাচ্ছে। সে কারণে আমরা বিকল্প কিছুকিছু ব্যবস্থা করে রাখছি। হাসপাতালে চিকিৎসাধীন ইডেন কলেজেরে ছাত্রী আঁখি মনির চিকিৎসার সকল দায় দায়িত্ব নেন ওবায়দুল কাদের।

Share Button

     এ জাতীয় আরো খবর