May 20, 2024, 11:28 pm

সংবাদ শিরোনাম
চিলমারীতে বিধি বহির্ভূতভাবে শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন রামু উপজেলা বিএনপির তিন নেতা বহিষ্কার সুন্দরগঞ্জে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ দিনাজপুরে চতুর্থ পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে ৩ উপজেলায় প্রতিক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাত পোহালে শার্শা উপজেলা পরিষদ নির্বাচন, এই প্রথম বার এই উপজেলায় ইভিএম এ ভোট দিবে ভোটাররা পটুয়াখালীতে মাসব্যাপী তাঁত শিল্প মেলা শুরু হয়েছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৩ লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি -বিশিষ্ট সাংবাদিক আতিকের রংপুর খামার মোড়ে প্রবাসীর বাসায় হামলার চেষ্টা, আতংকে ভুক্তভোগী পরিবার ইসলামপুরে যমুনা পাড়ের হত দরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ কক্সবাজার র‍্যাব-১৫ অভিযানে ৭ লক্ষ ইয়াবাসহ আটক ৪

প্রেমের সমাপ্তি ভাঙনের ভয় থেকে

প্রেমের সমাপ্তি ভাঙনের ভয় থেকে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সবসময় কি সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় কাজ করে? এই ধরনের অস্বস্তি বা ভয় থেকে দুটি ব্যাপার ঘটতে পারে। হয় সম্পর্ক ভেঙে যাবে নয়ত আরও বেশি করে জোড়া লাগবে।

আর গবেষকরা এই তথ্য পর্যালোচনা করে বের করেছেন।

ইটালির ভিটা-স্যালুটে স্যান রাফায়েল ইউনিভার্সিটি’র গবেষকদের করা এই গবেষণায় দেখা গেছে, বিশেষ কোনো কারণে যদি যুগলদের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় কাজ করে তবে তারা আরও বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে।

ফলে তাদের মধ্যে বন্ধন আরও দৃঢ় বা শিথিল হয়।

মোটিভেশন অ্যান্ড ইমোশন জার্নালে প্রকাশিত এই গবেষণার জন্য প্রেমের সম্পর্ক রয়েছে এমন মানুষদের পর্যবেক্ষণ করা হয়।

অংশগ্রহণকারীদের দুই ভাগে ভাগ করা হয়। এক ভাগের অংশগ্রহণকারীদের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিসংখ্যান দেওয়া হয়। অন্যদিকে অপর ভাগের অংশগ্রহণকারীদের সম্পর্কে ভেঙে যাচ্ছে এই ভয় দেখানোর জন্য মিথ্যা তথ্য দেওয়া হয়।

ফলাফলে দেখা যায়, সম্পর্ক ভেঙে যাওয়ার বেশি বা কম ঝুঁকি কারণে যুগলদের মধ্যে প্রেমময় ভাব ও প্রতিশ্রুতি বদ্ধ থাকার বিষয়টা হ্রাস পেয়েছে।

অপরদিকে যুগলদের যখন জানানো হয়েছে তাদের সম্পর্ক ভেঙে যাওয়া সম্ভাবনা খুবই কম তখন তাদের মধ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকার পরিমাণ বেড়েছে।

এই বিশ্ববিদ্যালয়ের গবেষণক সিমোনা সিয়ারা বলেন, “সম্পর্কে যখন ভাঙনের ঝুঁকি ‘অনেক বেশি’ থাকে তখন মানুষ সঙ্গীর প্রতি ইতিবাচক অনুভূতি হারাতে থাকে।”

আরেক গবেষক গুসেপ্পে পান্তালেও বলেন, “প্রেমে প্রতিশ্রুতি কমার ফলে বিলুপ্তির দিকে নিয়ে যায়। ফলে সত্যি সত্যি সম্পর্কে ভাঙন দেখা দেয়।”

তিনি আরও বলেন, “সম্পর্কে ভাঙন থেকে বিষণœতা, শারীরিক যন্ত্রণা ভুগতে দেখা যায়, সেই সঙ্গে জীবনের সন্তুষ্টি কমতে থাক।”

Share Button

     এ জাতীয় আরো খবর