May 20, 2024, 3:33 pm

সংবাদ শিরোনাম
ইসলামপুরে যমুনা পাড়ের হত দরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ কক্সবাজার র‍্যাব-১৫ অভিযানে ৭ লক্ষ ইয়াবাসহ আটক ৪ ভোটারদের ভোট কেন্দ্রে যাবার সময় বাধা দিলে ৯৯৯ জানালেই নেওয়া হবে ব্যবস্থা শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার

রাষ্ট্র চাইলে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব: ইনু

রাষ্ট্র চাইলে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব: ইনু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ধর্ষক ও নারী নির্যাতনকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু। তিনি বলেছেন, রাষ্ট্র চাইলে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইনু এ কথা বলেন। জাসদ সভাপতি বলেন, রাষ্ট্র ইচ্ছে করলে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব। আমরা ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার দেখেছি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর খুনিদের বিচার দেখেছি। আগুন-সন্ত্রাস দমন দেখেছি। এসব যদি সম্ভব হয়, তাহলে নারী ও শিশু নির্যাতন দমন করা সম্ভব হবে না কেন? রাষ্ট্র চাইলে এটাও সম্ভব। ধর্ষক ও নিরর্যাতনকারীর সঙ্গে তাদের পৃষ্ঠপোষকদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব ও শক্তিকে ধর্ষণ-নির্যাতনসহ সব সামাজিক অনাচার-অবিচারের বিরুদ্ধে মুখ খুলতে হবে। তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নির্যাতন-ধর্ষণ-হত্যার বিরুদ্ধে শূন্যসহিষ্ণু অবস্থান নেওয়ার পরও পুলিশ প্রশাসনের যে অফিসাররা, যে রাজনৈতিক নেতারা ধর্ষক-নির্যাতক-খুনিদের সাথে হাত মেলায়, তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় নারী ও শিশুরদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয় মানববন্ধনে। ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শওকত, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, সাংগঠনিক সম্পাদক, মো. নুরুন্নবী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর