May 30, 2024, 9:23 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

নায়করাজের জীবনী প্রকাশ হবে পরিবার থেকেই

নায়করাজের জীবনী প্রকাশ হবে পরিবার থেকেই

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চিত্রপরিচালক ছটকু আহমেদ প্রয়াত নায়করাজ রাজ্জাকের জীবনী প্রকাশ করার উদ্যোগ নিয়েছিলেন। পরিবারের সদস্যদের আপত্তির কারণে সিদ্ধান্ত বদল করা হয়। তবে এবার নতুন খবর জানা গেল। তা হলো রাজ্জাকের জীবনী প্রকাশ করবে এবার তারই পরিবার।

তবে তা এখনই নয়, একটু সময় নিয়ে তা লেখা হবে। নায়করাজ রাজ্জাকের ছোট ছেলে স¤্রাট বলেন, ছটকু আহমেদ আমাদের বাসায় এসেছিলেন।

যা লিখেছেন, তা থেকে কিছুটা আমাদের শুনিয়েছেন। কিন্তু তার কাছ থেকে যতটুকু জেনেছি, তা দিয়ে একজন পূর্ণাঙ্গ রাজ্জাককে পাওয়া যাবে না। আমরা চাচ্ছি, আব্বাকে নিয়ে একটি বই প্রকাশ হবে। তা পড়ে যে কেউ পুরো একজন রাজ্জাককে খুঁজে পাবেন। সরাট আরো বলেন, আব্বার জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক আছে, যা আমাদের পরিবারের বাইরের কেউ জানেন না।

আবার তার অভিনয় জীবনেরও অনেক তথ্য পরিবারের বাইরে কেউ জানতে পারেনি। আমার আম্মা আছেন। তিনি আব্বার জীবনের সবই জানেন। আবার আব্বার অনেক বন্ধু ও সহকর্মী আছেন, সাংবাদিক আছেন, যারা আব্বাকে নানাভাবে জানেন। তাদের কাছেও আব্বাকে নিয়ে অনেক তথ্য রয়েছে। এই সবকিছুকেই আমরা গুরুত্ব দিচ্ছি।

আর ছটকু আহমেদ বলেছেন, প্রয়াত নায়করাজের স্ত্রী রাজলক্ষ্মীর অনুরোধে তিনি আপাতত এই জীবনী লেখা স্থগিত রেখেছেন। এরইমধ্যে নায়করাজের জীবনী প্রকাশের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। শিগগিরই একটি সম্পাদনা পরিষদ গঠন করা হবে। একজনকে সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হবে। তারাই গবেষণা করে রাজ্জাকের পূর্ণাঙ্গ একটি জীবনী প্রকাশ করবেন।

ছটকু আহমেদ আগেই জানিয়েছেন, তিনি নায়করাজ রাজ্জাকের জীবনী লিখছেন। রাজ্জাক নিজেই নাকি তাকে এই অনুমতি দিয়েছেন। তার বইটির নাম ‘নায়করাজ রাজ্জাক: টালিগঞ্জ থেকে ঢালিউড’।

তবে গত সপ্তাহে এ ব্যাপারে আপত্তি জানান রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজ। উল্লেখ্য, গত ২১শে আগস্ট নায়করাজ রাজ্জাক মারা যান।

 

Share Button

     এ জাতীয় আরো খবর