May 20, 2024, 6:39 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

টেলিভিশন আবেদন হারাচ্ছে!

টেলিভিশন আবেদন হারাচ্ছে!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বিনোদনের অন্যতম মাধ্যম টেলিভিশন। একসময় শুধুমাত্র বিটিভিই দর্শকদের খোরাক মেটাত। প্রযুক্তির ছোঁয়ায় বর্তমানে দেশে দুই ডজনেরও বেশি বেসরকারি টিভি চ্যানেল। প্রযুক্তির কল্যাণে শোবিজে কাজের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে চ্যানেলগুলোর প্রতি কমছে দর্শকদের আবেদন। হাল সময়ে টিভি চ্যানেলের যুগে এখন যুক্ত হয়েছে ইন্টারনেটভিত্তিক প্রচার মাধ্যম। এসব মাধ্যমে সাম্প্রতিক বাংলাদেশের জন্য নতুন সৃষ্টি ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের প্রতিই এখন সবার নজর বেশি। দিনকে দিন এর চাহিদা বাড়ছে। শুধু দর্শকই নয়, নির্মাতা ও অভিনয় শিল্পীরাও এর প্রতি ঝুঁকছেন। যার ফলে টেলিভিশনের প্রতি দর্শকের আবেদন ক্রমশ হারিয়ে যাচ্ছে। স্বল্পবাজেট, নাটকসহ মানহীন অনুষ্ঠান, অতিরিক্ত বিজ্ঞাপন প্রচারসহ নানা অভিযোগ রয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি।

গেল ঈদেও পাঁচশ নাটক-টেলিফিল্ম প্রচার করছে বিভিন্ন টিভি চ্যানেল। অন্যান্য অনুষ্ঠানও ছিল। কিন্তু হাতে গোনা কয়েকটি অনুষ্ঠান ও কিছু নাটক ছাড়া বাকিগুলো দর্শকদের প্রশংসা কুড়াতে ব্যর্থ হয়েছে। এবারের ঈদের অনুষ্ঠান নিয়ে খোদ নির্মাতা ও অভিনয় শিল্পীরাও বিরক্তি প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। টেলিভিশন দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে ঈদের দিন নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, ‘প্রিয় দর্শক, দুঃখিত। টিভিতে আসলেই নাটক দেখার কোনো মজা নাই।’ অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে নিজের নাটক দেখতে পারেননি তিনি। শিহাব শাহীন আরও বলেন, ‘নাটকের মধ্যে চ্যানেলগুলো যেভাবে বিজ্ঞাপন দেয়, সেটা সহ্য করে নাটক দেখাটা মুশকিল। ফলে চ্যানেল থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। চ্যানেলের পিঠও দেয়ালে ঠেকে যাচ্ছে। এ থেকে উত্তরণের রাস্তা তাদেরই বের করতে হবে।’

ঈদের নাটক দেখা নিয়ে অভিনেত্রী শবনম ফারিয়া ফেসবুকে লিখেন, ‘একটা নাটক দেখতে বসছি! দুইটা দৃশ্য শেষ হতেই বিজ্ঞাপন বিরতি! সেই দুই দৃশ্যের দ্বিগুণ সময় ধরে চলল বিজ্ঞাপন! এসবের কোনো মানে আছে? যত ভালো মানের নাটকই হোক, বিজ্ঞাপনের অত্যাচার চলতে থাকলে, কেউই নাটক দেখবে না!’ ঈদের ছুটিতে বিশ্বকাপ ক্রিকেট দেখা নিয়ে ব্যস্ত থাকলেও পরদিন রাতে টেলিভিশনে নাটক দেখার চেষ্টা করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। ধৈর্য রাখতে পারেননি। তিনি বলেন, ‘মানুষ এখনো টেলিভিশনে নাটক দেখতে চায়। তাদের সেই সুযোগ দিতে হবে। বিজ্ঞাপনদাতা ও চ্যানেল কর্তৃপক্ষকে ভাবতে হবে, তারা অনুষ্ঠান আদৌ দেখাতে চায় কিনা। চ্যানেল কর্তৃপক্ষকে অনুরোধ করছি, দরকার হয় আপনারা বিজ্ঞাপনের সংখ্যা কমিয়ে মূল্য বাড়িয়ে দিন।’

টেলিভিশন কী আবেদন হারাচ্ছে? এ নিয়ে অভিনেতা আবুল হায়াত বলেন, ‘এখন নয় টেলিভিশন চ্যানেলগুলো অনেক আগেই আবেদন হারিয়ে ফেলেছে। এর কারণ আছে। টেলিভিশন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ নাটক। একসময় এই টিভি নাটকের সুনাম থাকলেও এখন নেই। এখন নাটকে কোয়ালিটি নেই। খুব কম নাটকই ভালো হয়। অন্যদিকে নিউজ। নিউজ নিয়েও অভিযোগ রয়েছে দর্শকদের। আর টকশো তো আছেই। টকশো এখন আর দর্শকরা দেখতে চান না। সব মিলিয়ে টিভি অনুষ্ঠানের কোনো বৈচিত্র্য থাকছে না। যার ফলে ইউটিউব চ্যানেলের প্রতি আগ্রহ বাড়ছে। প্রচুর ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। এটাও আবার ব্যবসাকেন্দ্রিক। তবে, এসব মাধ্যমে কিছুকিছু ভালো কাজ হলেও অশ্লীলতার অভিযোগও পাওয়া যায়।’

আলী যাকের বলেন, ‘ইন্টারনেট মাধ্যমগুলোর জন্য টেলিভিশন চ্যানেলগুলো আবেদন হারাচ্ছে না। টিভি চ্যানেল আবেদন হারাচ্ছে কোয়ালিটির কারণে। ভালো অনুষ্ঠান প্রচারে ব্যর্থ হচ্ছে সব টেলিভিশন। যেমন এবারের ঈদের অনুষ্ঠানগুলো কতটা দর্শকদের সাড়া পেয়েছে? কটা নাটক-টেলিফিল্ম দর্শকদের কাছে ভালো লেগেছে। টেলিভিশন নাটক তার আগের জৌলুস হারিয়ে ফেলেছে। টকশো প্রচার হচ্ছে গভীর রাতে। কোনো রকমে অনুষ্ঠান প্রচার করাই যেন দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে চ্যানেল কর্তৃপক্ষের।’

তারেক আনাম খান বলেন, আসলে আমাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বর্তমানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে নিজের স্বকীয়তা ধরে রাখতে হবে। নাটক কিংবা যে কোনো অনুষ্ঠানের মান ভালো করতে হবে। মান ভালো হলে দর্শকের কাছে তা অবশ্যই গ্রহণযোগ্য হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর