May 20, 2024, 4:49 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

জামিন পেলেন তাপস পাল

জামিন পেলেন তাপস পাল

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

অবশেষে জামিন পেলেন ভারতের তৃণমূল সংসদ সদস্য এবং জনপ্রিয় অভিনেতা তাপস পাল। দীর্ঘ ১৩ মাস বন্দি থাকার পর গত বৃহস্পতিবার তাকে জামিন দেয় ওড়িশার বিশেষ আদালত। এদিকে তাপস পাল গুরুতর অসুস্থ। মূলত এই কারণ দেখিয়েই তার জামিনের আর্জি করেন আইনজীবী। অসুস্থতার সমস্ত নথিপত্র পেশ করা হয় আদালতে। আদালত সেই আবেদন মঞ্জুর করে। রোজভ্যালি সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলায় ২০১৬ সালের ৩০শে ডিসেম্বর গ্রেপ্তার করা হয় কৃষ্ণনগরের সংসদ সদস্য তাপস পালকে। পর দিনই তাকে নিয়ে যাওয়া হয়েছিল ওড়িশায়। বন্দি অবস্থাতেই দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।   তাপসের এই দীর্ঘ দিন জামিন না পাওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ দেখেনি আইন মহলের একাংশ। আদালত সূত্রে খবর, যদি না অভিযুক্তের বাইরে থাকাটা অন্য কারও পক্ষে বিপজ্জনক হয়, তা হলে যে কোনো মামলাতেই জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর জামিন দেয়াটা অনেক বেশি যুক্তিসঙ্গত। বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সঙ্গে তাপস পালের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তিনি ওই সংস্থার কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছিল সিবিআই। রোজভ্যালির যে ফিল্ম ডিভিশন রয়েছে, তাপস পাল মাস ছয়েক তার অন্যতম ডিরেক্টর ছিলেন। অভিযোগ ছিল, সেই পদমর্যাদাকে কাজে লাগিয়েই, নানা সময় ওই সংস্থা থেকে টাকা তুলেছেন তিনি, এমনকি স্ত্রী ও মেয়েকে অন্যান্য সুবিধাও পাইয়ে দিয়েছেন। সংস্থার দায়িত্ব নেয়ার আগেই তিনি বেতন নিতে শুরু করে দেন, এমন নথিও নাকি ছিল সিবিআই-এর হাতে। রোজভ্যালির পদস্থ কর্তাদের জেরা করে এবং সংস্থার বিভিন্ন দপ্তরে তল্লাশি চালিয়ে সেই সব নথিপত্র জোগাড় করে সিবিআই।

 

Share Button

     এ জাতীয় আরো খবর